মার্কিন মুলুকে মেসি ম্যাজিক! নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচেই দুরন্ত গোলে গড়লেন ইতিহাস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ হোক বা ফরাসি লিগ বা মার্কিন মুলুকের সকার, লিওনেল মেসি রয়েছেন নিজের স্বাভাবিক চিরপরিচিত ছন্দে। বিশ্বকাপ জয়ের পর মরসুম শেষে তিনি পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। এই নিজেদের নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচে পরিবর্ত ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে হিসেবে খেলতে নেমে এক মাসেরও বেশি সময় পরে নিজের নতুন দলকে জয় এনে দিলেন। এটি ছিল মেসির কেরিয়ারে ৬৪ তম ফ্রি কিক গোল। বর্তমান প্রজন্মের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৬০) ছাড়া আর কেউ ধারেকাছেই নেই তার।

এদিন লিগস ক্লাবের খেলায় খেলায় ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছিল ক্রুজ আজুলের। সেদিন ৪৪ মিনিটে ইন্টার গোল করে এগিয়ে গেল দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে বিপক্ষ সমতা ফেরায়। লিওনেল মেসি এদিন মাঠে নেমেছিলেন ৫৪ মিনিটে। তিনি নিজের মতো করে চেষ্টা করছিলেন কিন্তু তার দল কি হচ্ছে তো এই গোলের মুখ খুঁজে বার করতে পারছিল না নতুন করে।

ম্যাচের শেষে অতিরিক্ত চার মিনিট সময়ের মধ্যে একটি ফ্রি কিক পায় ইন্টার মিয়ামি। ফ্রি কিক যেখান থেকে পাওয়া গিয়েছিল সেখান থেকে অতীতে বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনার জার্সিতে একাধিক গোল করেছেন মেসি। এ দিনও আর্জেন্টাইন অধিনায়কই ফ্রি কিক নিতে এগিয়ে যান এবং ম্যাচের শেষ লগ্নে তার ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করে জয় এনে দেয় গোলাপী জার্সিধারীদের।

messi mls

পিএসজিতে মেসি একেবারেই নিজের সেরা ছন্দে ছিলেন না। নিয়মিত গোল পাচ্ছিলেন না সেখানে তিনি। কিন্তু দলে এমবাপ্পে ও নেইমারের মত দুই তারকা ফরোয়ার্ড থাকায় প্রচুর এসিস্ট জমা হচ্ছিলো তার নামে। কিন্তু বড় বড় প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি যেন একেবারেই নিষ্প্রভ থাকছিলেন। ফ্রান্সের ক্লাবটির সঙ্গে কখনোই তিনি পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। ফলে উগ্র পিএসজি সমর্থকরাও মেসিকে বার বার অপমান করছিলেন স্টেডিয়াম থেকে।

কিন্তু পিএসজির জার্সিতে খেলার সময় তিনি আর্জেন্টিনার জার্সিতে তিনটি ট্রফি যেতেন। তার মধ্যে একটি হল বিশ্বকাপ। ফলে কখনোই সময়টা তার পুরোপুরি খারাপ কেটেছে এমনটা বলা যাবে না। তবে এখন সেসব পুরোপুরি অতীত। আপাতত নিজের ফুটবল জীবনের বাকি কিছুদিন শান্তিতে চাপমুক্তভাবে ফুটবল খেলে কাটাতে চান মেসি। অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র হল তার জন্য একদম সঠিক জায়গা কারণ সেখানে ফুটবল সংক্রান্ত বিষয়ে লোকেদের খুব একটা উৎসাহ নেই। তবে মেসিকে কেন্দ্র করে চিত্রটা আগামী কয়েক বছরে বদলালে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর