বাংলা হান্ট নিউজ ডেস্ক: আবারও শ্রেষ্ঠত্বের শিরোপার দৌড়ে বাকিদের পেছনে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। যদিও ব্যাপারটি প্রত্যাশিতই ছিল আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ের পর থেকেই। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) মোট ৭ গোল করার পাশাপাশি ৩টি গোলের অ্যাসিস্ট করেছিলেন এলএমটেন (LM10) সেই প্রত্যাশা অনুযায়ী রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা (Karim Benzema) এবং নিজের পিএসজির সতীর্থ ও বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পেকে (Kylian Mbappe) পেছনে ফেলে ফিফার (FIFA) বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান ছিনিয়ে নিলেন মেসি।
ফিফার বিচারে মেসি এই নিয়ে সাতবার বর্ষের সেরা ফুটবলার নির্বাচিত হলেন। তার ধারে কাছে রয়েছেন একমাত্র পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ঝুলিতে রয়েছে পাঁচবার ফিফার বিচারে বর্ষসেরা হওয়ার সম্মান। অনেকেই এখন ভাবছেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি লিওনেল মেসির যুগে না জন্মাতেন, তাহলে মেসির সাফল্যের পরিধিটা আরও কতটা বেশি বিস্তৃত হতে পারতো।
অবশ্য মেসি একমাত্র আর্জেন্টাইন নন যিনি ফিফার মঞ্চে গতকাল সেরার সম্মান পেয়েছেন। তার পাশাপাশি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো কোচ লিওনেল স্কালোনীর হাতে উঠেছে ফিফার বিচারে বর্ষসেরা কোচের সম্মান। ক্লাব ফুটবলে বড় কোন প্রভাব না ফেললেও আর্জেন্টিনার হয়ে অতি মানবিক পারফরম্যান্স করা আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ বছরের সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন।
এছাড়া জর্জিয়ান রাইটব্যাক লুকা লোশোভিলি জিতেছেন এবারের ”ফিফা ফেয়ার প্লে” ট্রফি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রিয়ার ঘরোয়া লিগে ম্যাচের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া অস্ট্রিয়া ভিয়েনের ফুটবলার জর্জ তেইজলের জীবন বাঁচানোর জন্য এই পুরস্কারটি পেলেন তিনি। এছাড়া বছরের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেলাস। এছাড়া পোল্যান্ডের প্রতিবন্ধী ফুটবলার মার্চিন ওলেস্কি বছরের সেরা গোলের সম্মান স্বরূপ পেয়েছেন পুসকাস পুরস্কার।
ফিফার বিচারে বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক- থিবো কুর্তোয়া
রক্ষণ- আশরাফ হাকিমি, ভ্যান ডাইক, জোয়াও ক্যান্সেলো
মাঝমাঠ- ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, কেভিন দি ব্রুইন
আক্রমণ- লিওনেল মেসি, এমবাপ্পে, এরলিং হাল্যান্ড, করিম বেনজেমা