ভারতের এই তারকা অভিনেতার জন্য জার্সিতে সই করলেন মেসি! ভিডিও সামনে আসতেই অবাক সকলে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের এক তারকা অভিনেতার জন্য জার্সি সই করে পাঠালেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। এমতাবস্থায়, ওই অভিনেতা এই সমগ্র বিষয়টি উপস্থাপিত করেছেন সোশ্যাল মিডিয়ায়। মূলত, মালায়লাম সুপারস্টার মোহনলাল ইনস্টাগ্রামে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তাঁর জন্য আর্জেন্টিনার জার্সিতে সই করেছেন।

মেসির (Lionel Messi) সই করা জার্সি পেলেন মোহনলাল:

এমতাবস্থায়, অভিনেতা মেসিকে (Lionel Messi) “কিংবদন্তি” হিসেবে বিবেচিত করেছেন। নিঃসন্দেহে এটি মোহনলালের জন্য এটি ছিল একটি বিশেষ মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মোহনলাল এই তথ্য জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Mohanlal (@mohanlal)

জার্সিতে সই করেন মেসি: প্রসঙ্গত উল্লেখ্য যে, মোহনলাল যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে লিওনেল মেসিকে (Lionel Messi) ডেভিড বেকহ্যামের দল, ইন্টার মিয়ামি সিএফ-এর জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “জীবনের কিছু মুহূর্ত এতটাই বিশেষ যে সেগুলি ভাষায় বর্ণনা করা যায় না। সেগুলি চিরকাল নিজের সাথে থাকে।” আজ, আমি এমন একটি মুহূর্ত অনুভব করলাম। তিনি আরও লিখেছেন যে উপহারটি দেখে তাঁর হৃদস্পন্দন রীতিমতো বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন: কীভাবে দিঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি? অবশেষে হল রহস্যের উন্মোচন

জানিয়ে রাখি যে, মোহনলাল মেসির প্রতিভা এবং নম্রতার ভূয়সী প্রশংসা করেন। মোহনলাল বলেন, তিনি দীর্ঘদিন ধরে মেসির (Lionel Messi) ভক্ত এবং মাঠে মেসির প্রতিভারই ভক্ত হওয়ার পাশাপাশি তিনি মেসির নম্রতা এবং শালীনতারও ভক্ত বলে জানিয়েছেন। এই কারণেই ওই মুহূর্তটি তাঁর জন্য অত্যন্ত “স্পেশাল” ছিল।

আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অন্দরে প্রবেশ আরাকান আর্মির, বড়সড় বিপদের সম্মুখীন ইউনূস

এদিকে, অভিনেতা মোহনলাল তার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য তাঁর বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর বন্ধুদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করল। মোহনলাল বলেন যে তাঁর দুই প্রিয় বন্ধু: ডঃ রাজীব ম্যাঙ্গোটিল এবং রাজেশ ফিলিপ ছাড়া এই ঘটনাটি সম্ভব হত না। পরিশেষে, তিনি তাঁর স্বপ্নপূরণের জন্য ঈশ্বরের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X