বাংলা হান্ট নিউজ ডেস্ক: কালকের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচটি সমস্ত রকম বিনোদন দিয়েছে ফুটবলপ্রেমীদের। মেসি ম্যাজিকে ভর করে কাল আর্জেন্টিনা ৭০ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে পরিবর্ত হিসেবে নামা ডাচ ফুটবলার ভিগহর্স্ট ৮৩ এবং নির্ধারিত সময়ের একদম শেষমুহূর্তে জোড়া গোল করে ডাচদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু পেনাল্টি শুট আউটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে সেমিফাইনালে টিকিট এনে দেয়।
ম্যাচটি যত এগোচ্ছিল পরিস্থিতি ততই উত্তপ্ত হচ্ছিল। মোট ১৮ বার রেফারি আন্তোনিও ম্যাথিউ লাহোজকে হলুদ কার্ড বার করতে হয়েছিল পকেটে থেকে। তার মধ্যেও অভিযোগ থেকে গেছে তার বিরুদ্ধে যে তিনি মেসি এবং লিয়ান্দ্রো প্যারাদেশকে সুযোগ ও কারণ থাকা সত্ত্বেও লাল কার্ড না দেখিয়ে ছেড়ে দিয়েছেন।
এমন পরিস্থিতিতে ম্যাচ জেতার পরে আবেগ তাড়িত ছিলেন লিওনেল মেসিও। তাকে সবাই সাধারণত ঠাণ্ডা মাথার সাদাসিধে মানুষ বলেই চেনেন। কিন্তু কাল ম্যাচ জিতে ডাচ ডাগ-আউটে গিয়ে তাদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ান লিওনেল মেসি। ম্যাচের আগে ডাচ কোচ লুই ভ্যান গাল মেসিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে যখন আর্জেন্টাইন ফুটবলারদের পায়ে বল থাকে না এবং বিপক্ষ বল নিয়ে নাড়াচাড়া করে তখন মেসির কোন ভূমিকাই থাকে না মাঠে। এরপর পেনাল্টি থেকে গোল করে ঠিক ডাচ কোচের সামনে গিয়েই কানে দু-হাত দিয়ে তাকে ব্যঙ্গ করে নিজের গোল উদযাপন করেন মেসি।
Never Make Messi Angry. Never
Confronts van Gaal and tells him “You talk too much”.
Van Gaal in shock and almost crys pic.twitter.com/pwydKVPDcd— Khaleed (@afayeed254) December 9, 2022
এরপর একটি ভিডিওটা দেখা যায় ম্যাচ শেষে ডাচ ডাগ আউটের দিকে এগিয়ে যাচ্ছেন মেসি। তিনি এগিয়ে এসে কিছু বলতে শুরু করলে ডাচ কোচ বেঞ্চ ছেড়ে এগিয়ে আসেন। তখন মেসি নিজের হাত দিয়ে কথা বলার ইঙ্গিত করে ডাচ কোচকে বোঝান যে তিনি বড্ড বেশি কথা বলেন।
Messi apparently towards the Dutch camp, “What are you looking at you fool…. you look dumb… keep walking fool.”
We all know the headlines tomorrow if this was Cristiano pic.twitter.com/k0s22dxbPt
— M•A•J (@Ultra_Suristic) December 9, 2022
এখানেই অবশ্য ঘটনার শেষ হয়নি। ম্যাচ জিতে ম্যাচের সেরা ফুটবলার হিসেবে যখন মেসি সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন আচমকা এই সাক্ষাৎকার ছেড়ে তিনি ডাচ দলের সদস্যদের উদ্দেশ্যে বলে ওঠেন, “এদিকে কি দেখছ বোকার মতো? তোমরা প্রত্যেকে মাথামোটা। যাও এগিয়ে যাও, তোমরা হেরে গিয়েছো।” মেসি ভক্তরা অবশ্য মেসির এই রূপ বেশ উপভোগই করছেন।