কাতারে অভিনব সম্মান মেসির! বিশ্বকাপে তার ব্যবহৃত ঘরটিকে রূপান্তরিত করা হবে যাদুঘরে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ৭টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। তিনিই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে দুটি গোল্ডেন বল (WC Golden Ball) জেতার কৃতিত্ব অর্জন করেছেন। কাতারে তার মহিমা অক্ষুন্ন থাক এমনটাই চাইছে কাতার ইউনিভার্সিটি (Qatar University) কর্তৃপক্ষ।

সেই উদ্দেশ্যে এবার একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে তারা। সকলেই জানেন যে লিওনেল মেসিরা বিশ্বকাপের সময় কোন হোটেলে থাকেননি। তারা থেকেছেন কাতার ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বিশ্বকাপের ২৯টি দিন লিওনেল মেসিরা যাতে পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন তাই ইউনিভার্সিটি ক্যাম্পাসটিকে আর্জেন্টিনার ছোঁয়ায় সাজানো হয়েছিল।

এবার সেখানে লিওনেল মেসির মহিমা সেখানে অক্ষুন্ন রাখতে মেসি যে নির্দিষ্ট ঘরটি ব্যবহার করতেন সেই ঘরটিকে একটি মিউজিয়ামে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কাতার ইউনিভার্সিটি। ওই মিউজিয়ামে থাকবে কাতার বিশ্বকাপে মেসিদের ব্যবহৃত বিভিন্ন ট্রেনিং সামগ্রী এবং আর্জেন্টিনার গোটা স্কোয়াডের ব্যবহৃত ও স্বাক্ষরিত জার্সি।

নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে এই বিশেষ ভিডিওটি শেয়ার করে তাদের ওই ক্যাম্পাসটির আর্জেন্টাইন ছোঁয়া যুক্ত চেহারার তুলে ধরেছে কাতার ইউনিভার্সিটি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা বিশ্বের লিওনেল মেসি ভক্তরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর