মা তো মা-ই হয়, অনাথ চিতা শাবককে দুধ খাওয়াচ্ছে মা সিংহী! জঙ্গলের বিরল দৃশ‍্য ভাইরাল নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের (mother) থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য।
সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা। সম্প্রতি এমনই কিছু ছবি (photo) ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট এক চিতাবাঘের ছানাকে (leopard cub) দুধ খাওয়াচ্ছে এক সিংহী (lioness)। তানজানিয়ার জঙ্গলের এই দৃশ‍্য নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি মাঝে মাঝে সংকেত দেয় অন‍্যের প্রতি সহমর্মিতা দেখাতে। এই মহামারি সেটারই উপযুক্ত সময় ছিল।’
তিনি আরও লিখেছেন, ‘বিড়াল প্রজাতির বড় প্রাণীদের মধ‍্যে অন‍্য প্রাণীদের স্তন‍্যপান করানোর নিয়ম নেই। কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে তিন সপ্তাহ বয়সী এক অনাথ চিতা শাবককে দুধ খাওয়াচ্ছে।তানজানিয়ার এক সিংহী।’

ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরাও নানা রকমের মন্তব‍্য করেছেন এই পোস্টে। একজন লিখেছেন, ‘আমি জানতাম সিংহ ও চিতা একে অপরের শত্রু এবং সবসময় এলাকা দখলের লড়াইয়ে অন‍্যের শাবককে মেরে ফেলতেও পিছপা হয় না। এই ছবি প্রমাণ করে জঙ্গলের আইনে কোনও নিয়ম নেই।’

অপর একজন লিখেছেন, ‘এমনকি পশুরাও জানে পরস্পরের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকতে হয়। শুধু সবথেকে উন্নত প্রাণীরাই তা জানে না। তাই তারা মানুষের মধ‍্যেও গণ‍্য হয় না, আবার পশুদের মধ‍্যেও না।’

সম্পর্কিত খবর

X