বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের (mother) থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য।
সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা। সম্প্রতি এমনই কিছু ছবি (photo) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট এক চিতাবাঘের ছানাকে (leopard cub) দুধ খাওয়াচ্ছে এক সিংহী (lioness)। তানজানিয়ার জঙ্গলের এই দৃশ্য নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি মাঝে মাঝে সংকেত দেয় অন্যের প্রতি সহমর্মিতা দেখাতে। এই মহামারি সেটারই উপযুক্ত সময় ছিল।’
তিনি আরও লিখেছেন, ‘বিড়াল প্রজাতির বড় প্রাণীদের মধ্যে অন্য প্রাণীদের স্তন্যপান করানোর নিয়ম নেই। কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে তিন সপ্তাহ বয়সী এক অনাথ চিতা শাবককে দুধ খাওয়াচ্ছে।তানজানিয়ার এক সিংহী।’
https://twitter.com/susantananda3/status/1270600181130694656?s=19
ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরাও নানা রকমের মন্তব্য করেছেন এই পোস্টে। একজন লিখেছেন, ‘আমি জানতাম সিংহ ও চিতা একে অপরের শত্রু এবং সবসময় এলাকা দখলের লড়াইয়ে অন্যের শাবককে মেরে ফেলতেও পিছপা হয় না। এই ছবি প্রমাণ করে জঙ্গলের আইনে কোনও নিয়ম নেই।’
Iv always been told that lions and leopards are bitter enemies fighting for the same territories and kill each other's cubs if they get a chance, this just shows there are no rules in the law of the jungle
— Grumpy Old Man (@ameshack) June 11, 2020
Even wild animals know how to live peacefully with other species. But the peaceful community don't know this. So they don't belong to neither human nor animal species. They are not even angels as they are doing all this to go to jannat.
— Gayathri shet (@Gayathrishet1) June 10, 2020
অপর একজন লিখেছেন, ‘এমনকি পশুরাও জানে পরস্পরের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকতে হয়। শুধু সবথেকে উন্নত প্রাণীরাই তা জানে না। তাই তারা মানুষের মধ্যেও গণ্য হয় না, আবার পশুদের মধ্যেও না।’