বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য। সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ছানাদের সঙ্গে জঙ্গলের রাস্তায় একটি সরু নালা পার হচ্ছে সিংহী। মা আগে আগে , ছানারা পেছনে। এক লাফে নালা পেরিয়েই ঘাড় ঘুরিয়ে ছানাদের উপর তীক্ষ্ণ নজর রাখছে মা সিংহী। সব ছানা দিব্যি নালা পেরিয়ে গেলেও একজন দেখি গেল বেশ ইতস্তত করছে। নালার ঢালু পাড় বরাবর দাঁড়িয়ে রয়েছে সে।
হঠাৎ একবার পা পিছলে যেতেই সঙ্গে সঙ্গে এক লাফে নালা পেরিয়ে মা পৌঁছে যায় ছানার সামনে। তারপর তাকে মুখে করে তুলে নিয়ে পার হয় নালা। এই ঘটনা গুজরাতের গির অরণ্যের।
Mother is the only person on earth who can divide her love among 10 children & each child still have all her love😊
Lioness with her cubs crossing the river. pic.twitter.com/iD770UgwNH— Susanta Nanda (@susantananda3) March 26, 2020
https://twitter.com/jsigns7/status/1243004885601112064?s=19
You always bring some special videos sir..
— kapilkumar purohit (@kapilpurohit67) March 26, 2020
সুশান্ত নন্দা আইএফএস নিমে একটি টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘মা এমন একজন যে ১০ জন সন্তানের মধ্যেও স্নেহ সমান ভাবে ভাগ করে দিতে পারে।’ ইতিমধ্যেই ৮ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। হাজারের ওপর লাইক পড়েছে। এই মুহূর্তে গোটা বিশ্বে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। মানুষ বন্দি বাড়ির ভেতর। তাই মনের আনন্দে রাস্তায় চড়ে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা।