বাংলাহান্ট ডেস্কঃ দিল্লির ( delhi) প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ (lion), এমনটাই বিশ্বাস করেন একদল নেট জনতা। সিংহীর একটি দল এবং তাদের শাবকগুলি রাস্তার ধারে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে তাদের দিল্লি সেনানিবাসের নিকটবর্তী ধৌলা কুয়ানায় এই ভিডিওটি ধারন করা হয়েছে।
করোনার কারণে কার্যত বিশ্বের একটা বিরাট অংশ গৃহবন্দী। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা।
জানা যাচ্ছে, দিল্লি নয় গুজরাটের আমরেলি জেলার রাজুলা শহরে পিপাভাভ রাস্তা। সন্দেহ নেই, দুটি অঞ্চলের মধ্যে যথেষ্ট মিল আছে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও দাবি করেছেন যে পটভূমিতে দেখা যাওয়া লম্বা কাঠামোটি শিবের মূর্তি। তবে খোকরের মতে এটি রাজুলার সিমেন্টের কারখানা।
জুনাগড়ের প্রধান বন সংরক্ষক (বন্যজীবন) দুশায়ন্ত ভাসবাদও বলেছিলেন যে ভাইরাল হওয়া ভিডিওটি দিল্লির নয়, সম্ভবত রাজুলার। দিল্লির বন বিভাগের প্রধান মুখ্য সংরক্ষণক ঈশ্বর সিংহ বলেছিলেন যেহেতু গির থেকে দিল্লি পর্যন্ত কোনও বন করিডোর নেই, তাই সিংহদের পক্ষে গুজরাট থেকে রাজধানী পর্যন্ত সমস্ত পথ ভ্রমণ অসম্ভব।
গির অরণ্যের কাছে রাস্তায় সিংহের ঘোরাফেরা খুবই সাধারণ বিষয়। মাঝে মাঝেই তা সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে উঠে আসে। এই ভিডিওটিও সেই অঞ্চলের বলেই জানা যাচ্ছে