কুকুরের চেয়েও দুর্বল সিংহ, দেখে মনে হবে জ্যান্ত কঙ্কাল! বিশ্বের সবথেকে বিশ্রী চিড়িয়াখানার করুণ ছবি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একজন মানুষ তার আনন্দের জন্য কি না করে থাকে। কিন্তু অসহায় জীবজন্তুদের কষ্ট দেওয়াটা তার মধ্যে পড়ে না! মানুষ তাদের বিনোদনের জন্য অনেক প্রাণীদের চিড়িয়াখানায় বন্দী করে রাখে। সম্প্রতি, একটি চিড়িয়াখানার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে একটি সিংহীর করুণ অবস্থা দেখলে আপনার চোখে জল চলে আসবে। প্রাণীটি এতটাই শীর্ণ যে তার হাড়গুলিও গোনা যাবে।

একজন পর্যটক নাইজেরিয়ার একটি চিড়িয়াখানার ছবি পাঠিয়েছিলেন একটি ছবি পাঠিয়েছিলেন বিখ্যাত এক আন্তর্জাতিক এনজিওকে। তার মতে, এখানে দুটি সিংহের অবস্থা খুবই খারাপ। সে পরিণত হয়েছে কঙ্কালে। তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে তারা মারাও যেতে পারে

এই এনজিওটি চিড়িয়াখানায় এবং অবৈধভাবে ধরা পড়া বন্য প্রাণীদের সুরক্ষার্থে কাজ করে। এদের একজন মুখপাত্রের মতে, এই চিড়িয়াখানায় উপস্থিত প্রাণীদের দেখে মনে হচ্ছে তারা কঙ্কালে পরিণত হয়েছে। তিনি এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ চিড়িয়াখানা বলে অভিহিত করেছেন। দায়িত্ব নেওয়ার পর এনজিও ওই সিংহীগুলোকে তাদের দখলে নিয়ে তাদের চিকিৎসা করায়। তাদের জরুরি ওষুধ ও খাবার দেওয়া হয়েছে।

সিংহী দুটি দুটোই খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাদের ভালো খাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়। গত বছর সিংহের ছবি এনজিওতে পাঠিয়েছিলেন ওই পর্যটক। ওয়াইল্ড ক্যাট লাইফ-এর সিইও আসলিহান গেডিক বলেছেন যে তাদের এনজিও এ পর্যন্ত এমন অনেক প্রাণীকে উদ্ধার করেছে। তারা বলছেন, সিংহ প্রজননের পর অবৈধভাবে রপ্তানি করা হয়। আমরা চাই গোটা বিশ্ব জুড়ে যে অসহায় প্রাণীদের নিয়ে ঘৃণ্য ব্যবসা চলছে তা বন্ধ হোক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর