কালো ঠোঁট থেকে মুক্তি পান নিমেষেই, জানুন উপায়

সময়ের সঙ্গে অনেকেরই ঠোঁট কালো রংয়ের হয়ে যায়। আপনি যদি ঠোঁটের কালো ভাব দূর করতে চান, তাহলে অবশ্যই এই স্ক্রাবটি (Lip Scrub) ব্যবহার করুন। শুধু মেয়েরাই নয় ছেলেরাও তাদের ঠোঁট সুন্দর (Lip Scrub) করতে আপ্রাণ চেষ্টা করে। কারণ কালো ঠোঁটের কারণে অনেকেই প্রায়ই বিব্রত বোধ করেন।

আপনিও যদি এই কালো ঠোঁটের কারণে বিরক্ত হন? তাহলে আজ আমরা আপনাকে একটি বিশেষ স্ক্রাব সম্পর্কে বলব যা আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। চিনি ও মধুর স্ক্রাব তৈরি করতে একটি পাত্রে চিনি ও মধু ভালো করে মিশিয়ে নিন, এই মিশ্রণটি আপনার ঠোঁটে লাগিয়ে ৩ মিনিট ম্যাসাজ করুন।

   

Lip Scrub

সময়ের সঙ্গে অনেকেরই ঠোঁট কালো (Lip Scrub) রংয়ের হয়ে যায়

মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ঠোঁটকে ময়েশ্চারাইজ করে এবং চিনি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট, যা ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে এবং অন্ধকার দূর করে। এছাড়া একটি পাত্রে কফি ও নারকেল তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন।

তারপর এটি ঠোঁটে তিন মিনিটের জন্য লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ঠোঁটকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং নারকেল তেল ঠোঁটকে ময়েশ্চারাইজ করে। এরপরে কিছুক্ষণ লাগিয়ে তুলে দিন। সপ্তাহে দুবার এটি করলেই ঠোঁট হয়ে যাবে গোলাপি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর