এক ধাক্কায় ১০০ টাকা কমল গ্যাসের দাম, মাসের শুরুতেই দারুণ সুখবর গ্রাহকদের জন্য

বাংলাহান্ট ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম দিনেই স্বস্তি। কিছুটা সস্তা হল এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG)। দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার পিছু ১০০ টাকা কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। যার জেরে কলকাতা-সহ গোটা দেশে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার মিলবে আরও কম দামে। ডোমেস্টিক বা বাড়ির গ্যাসের দামে কোনও পরিবর্তন আসে নি।

তবে সব শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য যে ১০০ টাকা কমেছে তা কিন্তু নয়। দেখে নেওয়া যাক কোথায় কতটা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১০০ টাকা, দিল্লিতে দাম কমেছে ৯১.৫০ টাকা। মুম্বইতে কমেছে ৯২.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডার প্রতি দাম কমেছে ৯৬ টাকা।

এবার দেখে নেওয়া যাক ১ সেপ্টেম্বর থেকে কোন শহরে কত দাম হল এলপিজির বাণিজ্যিক সিলিন্ডারের। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৮৮৫ টাকা। দিল্লিতে আগে দাম ছিল ১৯৭৬ টাকা ৫০ পয়সা। কলকাতায় গ্যসের দাম কমেছে সবচেয়ে বেশি। ১০০ টাকা দাম কমে বর্তমানে দাম এসে ঠেকেছে ১৯৯৫ টাকাতে। গত মাসে দাম ছিল ২০৯৫ টাকা। মুম্বইতে বর্তমান দাম ১৮৪৪ টাকা। চেন্নাইতে সিলিন্ডারের দাম রয়েছে ২০৪৫ টাকা।

Untitled design 2022 09 01T101009.149

 

বাড়িতে ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ইন্ডেন সিলিন্ডারের দাম রয়েছে ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইতে ১০৫২ টাকা, চেন্নাইয়ে ১০৬৮ টাকা রয়েছে।

কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমলে তার প্রভাব কিছুটা হলেও পড়ে সাধারণ মানুষের উপর। গ্যসের দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁর মালিকেরা সুবিধা পাবেন। তাই আশা করা যায় নানা খাবার ও থালির দাম বৃদ্ধি পাবে না। অর্থনীতিবিদরা জানাচ্ছেন বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও তার কিছুটা লাভ সাধারণ মানুষও পাবে চুঁইয়ে পড়া নীতিতে।

গত মাসেও দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। কলকাতায় গত মাসে ৩৬ টাকা ৫০ পয়সা দাম কমেছিল। শেষ চার মাসে হিসেব বলছে শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৪৫৮ টাকা ৫০ পয়সা। অন্যদিকে শেষ চার মাসে বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর