আরও বাড়বে চাপ! ১২ বছরের পুরনো মামলায় অভিযুক্ত অনুব্রত, আজই আদালতে হাজিরার নির্দেশ

বাংলাহান্ট ডেস্ক : নতুন একটি মামলায় এবার নোটিশ পাঠানো হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। মঙ্গলকোটের এক সিপিআইএম কর্মীকে বোমা মারার ঘটনায় তলব করা হল কেষ্টকে। ২০১০ সালে ৫ মার্চ মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুর গ্রামে বোমায় আহত হন সিপিআইএম (CPIM) কর্মী কেবুলাল শেখ। সেদিন সন্ধ্যায় দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। পিছন থেকে তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। গুরুতর জখম হন তিনি। কেবুলাল ছিলেন তৎকালীন সিপিএম-এর মঙ্গলকোটের দাপুটে প্রতাপ নেতা ডাবলু আনসারির ঘনিষ্ঠ।

এই ঘটনার সময় মঙ্গলকোট ও কেতুগ্রামের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। বোমার আঘাতে কেবুলালের একটি হাত উড়ে যায়। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম জড়িয়ে পড়ে। তাঁর মধ্যে ছিল অনুব্রত মণ্ডলের নামও। কেষ্ট ছাড়াও নাম ছিল শেখ শাহনাওয়াজ,তাঁর ভাই কাজল শেখ, আজাদ মুন্সি ও কেরিম খান-সহ ১৫ জনের নামে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে সিপিআইএম। এর মধ্যে কেরিম খান আবার অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত।

Untitled design 2022 09 01T092539.168

২০১০ সালে দায়ের হওয়া এই মামলা প্রাথমিক ভাবে কাটোয়া আদালতে বিচারাধীন ছিল। ইতিমধ্যে এমপি ও এমএলএ-দের জন্য কলকাতার বিধান নগরে একটি বিশেষ আদালত গঠন করা হয়। পরবর্তীকালে এই মামলাটিকে সেখানেই স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবারই এই মামলার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে।

এই বোমা মামলায় একদম প্রথমেই নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। কিন্তু ঘটনা হল গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন আসানসোল সংশোধনাগারে বন্দি। তাই বিশেষ আদালত বৃহস্পতিবার অনুব্রতকে হাজির করানোর জন্য আসানসোল জেলে চিঠি করেছে। বুধবার এই চিঠি আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। আজ অনুব্রতকে ২০১০ সালের বোমা মামলায় বিশেষ আদালতে হাজির করানো হবে বলেই সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর