বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে ভারতের কোটি কোটি জনসাধারণ পেতে পারেন সুখবর। সূত্রের খবর, আগামী বছর বাজেটে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে ট্যাক্স স্ল্যাব পরিবর্তনেরও।
সূত্রের খবর অনুযায়ী, নরেন্দ্র মোদি সরকার সিলিন্ডার প্রতি বার্ষিক ২০০ টাকা ভর্তুকি বৃদ্ধি করতে পারে পরবর্তী বাজেটে। এর ফলে উপকৃত হবেন উজ্জ্বলা যোজনার উপভোক্তারা। এর আগে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ৯ কোটিরও বেশি উপভোক্তাকে গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি ঘোষণা করা হয়েছিল বার্ষিক ১২ টি গ্যাস সিলিন্ডারের উপর।
উজ্জ্বলা যোজনা শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর। দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের মহিলাদের উপকারের জন্য শুরু হয় বিনামূল্যে এলপিজি বিতরণ। কিছুদিন আগেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরজিত সিং পুরি লোকসভায় বলেছিলেন, বর্তমানে ৩২৫ মিলিয়ন এলপিজি সংযোগ রয়েছে দেশে। এগুলির মধ্যে পিএমইউওয়াই এর অধীনে সরবরাহ করা সংযোগের সংখ্যা ৯৬ মিলিয়ন।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বহুবার তৈরি হয়েছে রাজনৈতিক ইস্যু। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীও শীতকালীন অধিবেশনে সাধারণ মানুষের উপর গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব বিবেচনা করে সরকারকে অনুরোধ করেছিলেন পেট্রোল ও এলপিজির দাম নিয়ন্ত্রনে আনার জন্য।