বাজেটের দিনে বড় সুখবর! একধাক্কায় এত টাকা কমল LPG-সিলিন্ডারের দাম

বাংলা হান্ট ডেস্ক: জ্বালানির একনাগাড়ে বেড়ে চলা দাম বৃদ্ধির কারণে রীতিমতো জেরবার হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল জ্বালানির দাম। তবে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই স্বস্তির খবর মিলেছে সকলের জন্য। জানা গিয়েছে যে, ১ ফেব্রুয়ারি থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমানো হয়েছে। অর্থাৎ আজ থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম কমাতে চলেছে সংস্থাগুলি।

ইন্ডিয়ান অয়েল মার্কেটিং কোম্পানি (OMC) ফেব্রুয়ারি মাসের জন্য ঘরোয়া গ্যাসের দাম প্রকাশ করেছে। এই অনুসারে, ভর্তুকিহীন সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ, দিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম রয়েছে ৮৯৯.৫ টাকা।

যদিও, তেল কোম্পানিগুলি কমিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েল (IOC) ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমিয়েছে। যার ফলে নয়াদিল্লিতে এই সিলিন্ডারের দাম হয়েছে ১৯০৭ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত জানুয়ারিতে, LPG গ্যাস সিলিন্ডারের দাম ১০২.৫০ টাকা কমানো হয়েছিল। সেই রেশ বজায় রেখে ফেব্রুয়ারির প্রথম দিনে বাজেট পেশের আগেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল। কিন্তু ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

lpg cylinders.1.880049

এদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ায় দেশের বিভিন্ন শহরে তার প্রভাব পড়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৯ টাকা কমে ১৯৮৭ টাকা হয়েছে। পাশাপাশি, মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস ১৮৫৭ টাকা হয়েছে, যা আগে ১৯৪৮.৫ টাকা ছিল। এছাড়াও, চেন্নাইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫০.৫ টাকা কমে ২০৮০.৫ টাকা হয়েছে।

আপনি যদি আপনার শহরে গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানতে চান, তাহলে সরকারি তেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তা দেখে নিতে পারেন। এর জন্য আপনাকে IOCL-এর ওয়েবসাইট (cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice) দেখতে হবে। এরপরে, ওয়েবসাইটে রাজ্য, জেলা এবং ডিস্ট্রিবিউটার নির্বাচন করে অনুসন্ধানে ক্লিক করতে হবে। ঠিক তার পরেই আপনার সামনে চলে আসবে গ্যাস সিলিন্ডারের দাম।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর