বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে এদেশের প্রায় প্রত্যেক বাড়িতেই গ্যাস সিলিন্ডারে (LPG Gas) রান্না হয়। শহর থেকে শুরু করে গ্রাম, প্রায় সর্বত্র পৌঁছে গিয়েছে এলপিজি কানেকশন। উনুন কিংবা স্টোভে রান্না করার চল এখন প্রায় নেই বললেই চলে। এবার মাসের শুরুতেই কমল সেই এলপিজি সিলিন্ডারের (Gas Cylinder) দাম। ইতিমধ্যেই সামনে এসেছে নতুন রেট।
কলকাতায় এলপিজি সিলিন্ডারের (LPG Gas) দাম কত হল?
প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। কোনও মাসে বৃদ্ধি পায়, কোনও মাসে আবার কমে। এই ওঠাপড়ার দিকে কড়া নজর থাকে আমজনতার। চলতি মাসেও এর অন্যথা হয়নি। ১ এপ্রিল তথা আজ থেকে যেমন দেশে রান্নার গ্যাসের দাম কমছে। ইতিমধ্যেই জ্বালানি সংস্থাগুলি সংশোধিত দাম প্রকাশ করে সেকথা জানিয়েছে।
আজ থেকে কলকাতা সহ সমগ্র দেশে রান্নার গ্যাসের দাম কমছে। রিপোর্ট বলছে, শহর কলকাতায় একধাক্কায় ৪১ টাকা দাম কমছে এলপিজি সিলিন্ডারের (LPG Gas)। তবে এক্ষেত্রে বলে রাখি, বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম কমছে। ভর্তুকিহীন বাড়ির রান্নার গ্যাসের মূল্য এই মাসেও অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুনঃ রানাঘাটের অস্মিকার পাশে দাঁড়ালেন শুভেন্দু! চিকিৎসার জন্য তুলে দিলেন মোটা টাকা
গত মাসে শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম ছিল ১৯১৩ টাকা। এই মাসে সেটা কমে দাঁড়িয়েছে ১৮৭২ টাকা। এর ফলে মহানগরীর নানান হোটেল, রেস্তোরাঁর মালিকদের অনেকখানি সুরাহা হতে চলেছে।
অন্যদিকে ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের কথা বলা হলে, এই মাসেও সিলিন্ডারের দাম থাকছে ৮২৯ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ঘরোয়া রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫০ টাকা এবং ৮১৮.৫০ টাকা। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ৩১ মার্চ ২০২৫ অবধি গ্যাসের মূল্যে ৩০০ টাকা অবধি ভর্তুকি পেতে থাকবেন।
উল্লেখ্য, প্রত্যেক মাসেই গ্যাস সিলিন্ডারের (LPG Gas) দামে ওঠাপড়া লেগে থাকে। চলতি মাসেও এর অন্যথা হয়নি। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে এবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটাই কমেছে। এবার ঘরোয়া গ্যাসের দাম কবে কমে সেটাই দেখার।