ফের ৫০ টাকা দাম বাড়ল গ্যাসের! মাথায় হাত আম জনতার! দেখেনিন কলকাতার দাম

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে সুখ বেশি দিন সয় না। মধ্যবিত্তের হয়েছে অবস্থা। আবারও আম জনতার রান্নাঘরে আগুন লাগার জোগাড়। আর হবে নাই বা কেন? আরও একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ, বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজি গৃহস্থালির ব্যবহারের রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে হলো ১ হাজার ৭৯ টাকা। এর আগে গত ১৯ মে, বেড়েছিল রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৩ টাকা। সেই সময় দাম গিয়ে দাঁড়ায় ১ হাজার ২৯ টাকায়। মে মাসেই ৫০ টাকা বেড়ে এদেশে প্রথমবার এলপিজি সিলিন্ডারের (LPG Price Hike) হাজারের গণ্ডি ছাড়িয়েছিল।

শেষবার ১০০০ টাকার  নিচে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া গিয়েছিল গত ৬ মে। তখন দাম ছিল ৯৭৬ টাকা। তার পর থেকে টানা দু’মাস হুহু করে বেড়েছে গ্যাসের দাম। এই চড়া দামে স্বাভাবতই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। পাঁচ কেজির ছোট সিলিন্ডারের দাম বেড়ে হল ৩৯৬ টাকা। ৬ জুলাই থেকেই এই নতুন দাম (LPG cylinder price) কার্যকর হবে বলে জানা গিয়েছে। ভারতে এলপিজি (LPG) বা তরল পেট্রোলিয়াম গ্যাসের মূল্য রাষ্ট্রীয় তেল কোম্পানি দ্বারা নির্ধারিত হয় এবং মাসিক ভিত্তিতে সংশোধন করা হয়।

কী বলেছিলেন কুণাল ঘোষ? 

প্রসঙ্গত, গত মার্চ মাসে যখন রান্নার গ্যসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি পায় তখন বাংলাতেও তৃণমূল-বিজেপির তর্জা শুরু হয়ে গিয়েছিল। জ্বালানি এবং গ্যাসের এই দাম বৃদ্ধির বিরোধিতা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে (Narendra Modi) তোপ দাগে তৃণমূল (TMC)। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। শুধু এটাই এরা করতে পারে। বিজেপি সরকার জনবিরোধী নীতিতে নিয়ে চলছে। সমস্ত জরুরি জিনিসের দাম বাড়ছে শুধুমাত্র এই কেন্দ্রীয় সরকারের জন্যই। এর বিরুদ্ধে সংসদের ভিতরে-বাইরে, রাজপথে তীব্র প্রতিবাদ এবং গণ আন্দোলন গড়ে তুলবে তৃণমূল।’ সেই সময় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও পাল্টা জবাব দিয়ে বলেন, ‘অনভিপ্রেত, অপ্রত্যাশিত যে কেউ বলতে পারে। কিন্তু তৃণমূলের আচরণ কোনও দায়িত্বশীল রাজনৈতিক দলের মতো নয়। যখন এটা বিলগ্নিকরণ হয় তখন এর শরিক ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। কেন্দ্রীয় সরকার অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই চালাচ্ছে।’ তবে গ্যাসের দাম আবার প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেলেও এখনও পর্যন্ত বিরোধীদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

gsa

এক নজরে দেখে নিন কোথায় রান্নার গ্যাসের দাম কত?

নতুন দাম অনুযায়ী
দিল্লি – ১০৫৩ টাকা
মুম্বই – ১০৫২.৫০ টাকা
চেন্নাইয়ের ১০৬৮.৫০ টাকা
চার মেগা সিটির মধ্যে শহর কলকাতার এলপিজি সিলিন্ডারের মূল্য সর্বাধিক। 

Avatar
Sudipto

সম্পর্কিত খবর