পকেটে স্বস্তি! মাসের শুরুতে দাম কমল LPG সিলিন্ডারের, বাজেটের আগেই ধামাকা 

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা তারিখেই সুখবর! মাসের প্রথম দিন দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। আজ পয়লা ফেব্রুয়ারী বাজেট পেশের আগেই দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas)। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। যার জেরে কিছুটা স্বস্তি এল আম জনতার।

দাম কমল LPG সিলিন্ডারের-Liquefied Petroleum Gas

জানিয়ে রাখি, এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG) দাম ৭ টাকা কম দিতে হবে। আজ পয়লা ফেব্রুয়ারী থেকে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৯৭ টাকা হয়েছে। আগে ছিল ১৮০৪ টাকা।

শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমে হয়েছে ১৯০৭ টাকা। মুম্বাইতে এই এলপিজি সিলিন্ডার ১৭৫৬ টাকা থেকে কমিয়ে ১৭৪৯ টাকা হল পয়লা তারিখ থেকে। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫৯. ৫০ টাকা।

তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি। অর্থাৎ গ্যাসের দাম কমলেও এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা।

liquified petroleum gas (1)

এদিকে আজ শুক্রবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১ টার সময় বাজেট পেশ করবেন তিনি। মোদী সরকারের তৃতীয় জমানার প্রথম বাজেট পেশ হচ্ছে ১ ফেব্রুয়ারী ২০২৫ এ। গোটা দেশবাসীর নজর থাকবে বাজেটের দিকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর