এখন বার্গার-পিজ্জার মতো পাবেন LPG সিলিন্ডার, ২ ঘন্টায় হবে ডেলিভারি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডেনের এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। তাদের এখন নতুন সিলিন্ডারের জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। এবার থেকে দুই ঘণ্টায় গ্যাস সরবরাহের সেবা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এটি কোম্পানির সেই সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য খুব উপকারী বলে প্রমাণিত হবে, যাদের গ্যাস সিলিন্ডার বুক করার পরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল, তারা এই খবর শুনে স্বস্তি পাবেন।

টুইট করে এ তথ্য জানিয়েছে ইন্ডেনই। সংস্থাটি জানিয়েছে যে এটি এই ধরণের প্রথম পরিষেবা তাদের তরফ থেকে। যদিও কোম্পানিটি আপাতত শহরের কিছু নির্বাচিত ডিস্ট্রিবিউটরদের গ্রাহকদের এই সুবিধা প্রদান করছে। তবে আস্তে আস্তে সেই গন্ডি বাড়বে, এর সম্প্রসারণ প্রায় ৩০০ মিলিয়ন এলপিজি গ্রাহকদের উপকৃত করবে।

ইন্ডেন এই পরিসেবার নাম রেখেছে ‘তৎকাল সেবা’। সংস্থাটি জানিয়েছে যে এই পরিষেবার অধীনে, ইন্ডেনের এলপিজি গ্রাহকরা দুই ঘন্টার মধ্যে এলপিজি রিফিলের নিশ্চিত ডেলিভারি পাবেন। তারা আরও উল্লেখ করেছে যে এই সুবিধাটি এখন হায়দরাবাদের নির্বাচিত পরিবেশকদের গ্রাহকদের জন্য উপলব্ধ হবে।

gas news.

ইন্ডেন টুইটে করে জানিয়েছে যে কোম্পানির এলপিজি গ্রাহকরা নামমাত্র প্রিমিয়াম দিয়ে এই সুবিধার সুবিধা নিতে পারেন। তবে এই নামমাত্র ফি ঠিক কত হবে তা এখনও প্রকাশ করেনি সংস্থাটি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর