বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকে শুরু হয়েছে জুলাই মাস। নতুন মাস পড়ার সাথে সাথেই বেশ কিছু পরিবর্তন এসেছে বিভিন্ন ক্ষেত্রে। রান্নার গ্যাসের দাম (Liquified Petroleum Gas) থেকে ক্রেডিট কার্ডের (Credit Card) নিয়ম, একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে জুলাই মাসে। নতুন মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। দিল্লিতে ৩০ টাকা কমেছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এমনই পাঁচটি বড় পরিবর্তন এসেছে জুলাই মাসে। চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে।
• ক্রেডিট কার্ড: জুলাই মাস থেকে বড় পরিবর্তন এসেছে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের নিয়মে। রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত ব্যাংককে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হবে। অন্যদিকে, স্টেট ব্যাংকের অনেক ক্রেডিট কার্ডে বন্ধ হয়ে যাচ্ছে রিওয়ার্ড। আবার ক্রেডিট কার্ডের সার্ভিস চার্জে বদল এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ব্যাঙ্ক এমারল্ড প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড বাদ দিয়ে অন্যান্য সমস্ত কার্ডে কার্ড ট্রান্সফার ফি ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করা হয়েছে।
আরোও পড়ুন : ব্যাঙ্ক, পোস্ট অফিস তো অনেক হল! এবার আপনার ভাগ্য বদলে দেবে TATA, লাখপতি হবেন কয়েক দিনেই
• পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক : গত তিন বছর ধরে যে অ্যাকাউন্টগুলি সক্রিয় নেই সেগুলি গত ৩০ শে জুন বন্ধ করে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। মূলত জালিয়াতি ও দুর্নীতি রুখতে এই পদক্ষেপ। ১লা জুলাই থেকে এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত হবে।
আরোও পড়ুন : রেগে লাল মমতা! এবার বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ভয়ে কাঁপছেন সরকারি কর্মীরা
• মোবাইল রিচার্জ : ৩ জুলাই থেকে খরচ বাড়তে চলেছে মোবাইল রিচার্জের (Mobile Recharge)। রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করেছে ৩ জুলাই থেকে। ৩০ টাকা থেকে ৫০ টাকা খরচ বেড়েছে প্রতিটি রিচার্জের।
• সিম কার্ড : এবার থেকে মোবাইল নম্বর অর্থাৎ সিম কার্ড (SIM Card) পোর্টেবিলিটি করতে চাইলে আরো কড়া নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে গ্রাহককে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহককে প্রথমে একটি আবেদন জমা দিতে হবে। তারপর সেই আবেদনের তথ্য খতিয়ে দেখা হবে। তার সাথে হবে ব্যবহারকারীদের বায়োমেট্রিক ভেরিফিকেশনও। পাশাপাশি লকিং পিরিয়ড বৃদ্ধি করে সাত দিন করা হয়েছে।