LPG’র দাম সহ আর্থিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে আগামী ১লা জুলাই থেকে। জেনে নিন নতুন নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : প্রতিমাসের শুরুতেই একাধিক ক্ষেত্রে আসে কিছু বদল। আর কিছুদিন পর শুরু হতে চলেছে জুলাই মাস। জুলাই মাসের ১ তারিখ থেকে বেশ কিছু পরিবর্তন আসছে এলপিজি সিলিন্ডারের (Liquified Petroleum Gas) দাম সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রে। আজ আমরা সেই পরিবর্তনগুলি সম্পর্কে জেনে নেব এই প্রতিবেদনে।

• এলপিজি সিলিন্ডারের দাম: কেন্দ্রীয় সরকার প্রতি মাসের শুরুতেই সংশোধন করে এলপিজি সিলিন্ডারের দাম। দাম সংশোধন করে চলতি মাসের শুরুতে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আগামী ১লা জুলাই তেমনভাবে সরকার গ্যাসের দাম বাড়াতে বা কমাতে পারে।

আরোও পড়ুন : গলে গলে পড়ছে হাত, পা! এ কী অবস্থা মার্কিন প্রেসিডেন্টের?

• ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম: রিজার্ভ ব্যাংক আগামী জুলাই মাস থেকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছে। এর প্রভাব পড়তে চলেছে PhonePe, Cred, BillDesk এবং Infibeam Avenues এর মত প্রধান ফিনটেক সংস্থাগুলির উপর। রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, জুলাই মাসের ১ তারিখ থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেম (BBPS) এর মাধ্যমে সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে।

আরোও পড়ুন : কলেজে ভর্তির পোর্টালে সমস্যা! এবার গুগলের কড়া নাড়ল পশ্চিমবঙ্গ সরকার, ঠিক হল?

• IDBI ব্যাংকের এফডি: হাজার হাজার গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে মোটা টাকা সুদ অর্জনের সুযোগ দিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। আইডিবিআই ব্যাঙ্ক ৭.০৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে ৩০০ দিন, ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের স্পেশাল এফডি-তে। এই স্কিমে গ্রাহকরা আগামী ৩০ জুন পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

• ইন্ডিয়ান ব্যাংকের এফডি: ইন্ডিয়ান ব্যাঙ্ক বিশেষ এফডি স্কিম নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। Super 400 এবং Ind Supreme 300 নামক দুটি এফডি স্কিমে গ্রাহকরা যথাক্রমে ৪০০ ও ৩০০ দিনের জন্য বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৭.২৫ শতাংশ থেকে ৮.০০ শতাংশ সুদ। এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ হল ৩০ জুন।

shutterstock 279890636 July1 860x573 1

• পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকের এফডি: এই সরকারি ব্যাংক ২২২ দিন, ৩৩৩ দিন এবং ৪৪৪ দিনের স্পেশাল এফডি-তে দিচ্ছে ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ। এখানেও বিনিয়োগের শেষ তারিখ ৩০ জুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর