বাংলাহান্ট ডেস্ক : ঘরোয়া এলপিজি সিলিন্ডার (Liquified Petroleum Gas) মিলবে মাত্র ৫০০ টাকায়! তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পর এই প্রথম বড় বদল আসল গ্যাস সিলিন্ডারের দামে। সরকার গত ১লা জুলাই দামের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করেছিল। এই পরিবর্তনের পর দিল্লিতে ৩০ টাকা কমেছে সিলিন্ডারের দাম।
৫০০ টাকায় এলপিজি (Liquified Petroleum Gas) সিলিন্ডার
কলকাতায় ৩১ টাকা মতো দাম কমেছে সিলিন্ডারের। মুম্বাই ও চেন্নাইতেও এই হারে দাম কমেছে। তবে বলে রাখা ভালো বাণিজ্যিক এলপিজি (Liquified Petroleum Gas) সিলিন্ডারের ক্ষেত্রেই এই দাম কমানো হয়েছিল। তবে এবার দাম কমল ঘরোয়া এলপিজি সিলিন্ডারেরও। প্রায় ৩০০ টাকা করে দাম কমানো হয়েছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের।
আরোও পড়ুন : মিস করবেন না সুযোগ! দশম শ্রেণি পাশেই ভারতীয় ডাক বিভাগে মিলবে চাকরি, এভাবে করুন আবেদন
দিল্লিতে ঘরোয়া এলপিজি (Liquified Petroleum Gas) সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৮০৩ টাকায়। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৭৬ টাকা থেকে কমে ১৬৪৬ টাকা হয়েছে। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার কলকাতায় বিক্রি হচ্ছে ৮২৯ টাকায়। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৭৫৬ টাকা।
আরোও পড়ুন: কয়েক ঘণ্টার ভাড়া ৬০ হাজার টাকা! রেট শুনে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি
চেন্নাইতে ঘরোয়া সিলিন্ডার ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে ৮১৮.৫০ ও ১৮০৯.৫০ টাকা। মুম্বাইতে ঘরোয়া সিলিন্ডার বিক্রি হচ্ছে ৮০২.৫০ টাকায়। উজ্জলা যোজনা প্রকল্পের আওতায় বছরে ১২ টি সিলিন্ডারের উপর ভর্তুকি দিয়ে থাকে সরকার। জানা যাচ্ছে, প্রতিটি ঘরোয়া সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এই দাম কার্যকর হয়েছে ১লা এপ্রিল ২০২৪ থেকে।
আগামী ৮ মাস আপাতত এই ভর্তুকিতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে উজ্জ্বলা যোজনা প্রকল্পের (Ujjwala Yojana Scheme) আওতায়। ৩০০ টাকা ভর্তুকির পর কলকাতায় উজ্জ্বলা যোজনার আওতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৫২৯ টাকায়। একইভাবে দিল্লিতে ৫০৩ টাকা, মুম্বাইতে ৫০২.৫ টাকা, চেন্নাইতে ৫১৮.৫ টাকায় মিলছে ডোমেস্টিক এলপিজি।