বিয়ার থেকে হুইস্কি, মদ মিলবে মাত্র ১০ মিনিটেই! এই অ্যাপগুলি সুরপ্রেমীদের দিচ্ছে সুবর্ণ সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে চিরকালই মদের (Liquor) চাহিদা বেশ ভালোই থাকে। যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে সুরাপ্রেমীদের সংখ্যা। ভারতের মধ্যে অপেক্ষাকৃত গরিব রাজ্য বলে পরিচিত পশ্চিমবঙ্গ কিন্তু মদের বাজারে মোটেও পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গে (West Bengal) রয়েছে বিশাল মদের বাজার। রাজ্য সরকারের রাজস্বের একটা বড় অংশ আসে এই মদ বিক্রি করে।

গত অর্থবছরে ১৬,২৭২ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের লাভ হয়েছে মদ বিক্রি থেকে। শুধুমাত্র বিয়ার বিক্রি করে এই বছর গত অর্থ বছরের তুলনায় ইতিমধ্যেই দ্বিগুন টাকা লাভ হয়েছে সরকারের। গরমকালে অনেকেই বাইরে বেরোতে চাইছেন না। এমন সময় যদি ঘরে বসেই বিয়ার, হুইস্কির মতো পানীয় পেয়ে যান তাহলে কেমন হয়? বর্তমানে বেশ কিছু জনপ্রিয় অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন মদের ডেলিভারি।

সুইগি: বর্তমানে সুইগি (Swiggy) ভারতে অন্যতম বৃহত্তম একটি ফুড ডেলিভারি অ্যাপ। রেস্টুরেন্ট থেকে খাবার ছাড়াও এই অ্যাপ বিভিন্ন গ্রোসারি আইটেম সরবরাহ করে থাকে। এই অ্যাপ কলকাতায় ২০২০ সাল থেকে মদের ডেলিভারি শুরু করে। খুচরো বিক্রেতাদের সাথে মিলিত হয়ে গিয়ে এই পরিষেবা শুরু করে তারা। এই অ্যাপে ওয়াইন শপ সেকশনে গিয়ে আপনারা আপনাদের কাছের মদের দোকানগুলি থেকে মদ অর্ডার দিতে পারেন। এই অ্যাপ প্রতিশ্রুতি দেয় যে মাত্র ৩০ মিনিটের মধ্যে তারা আপনার বাড়িতে মত ডেলিভারি করে দেবে।

লিকুইসিপ: মদের পাশাপাশি স্ন্যাকস অর্ডার করার জন্য লিকুইসিপ (Liquesip) অ্যাপ আদর্শ। বর্তমানে কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই অ্যাপ পরিষেবা দিয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে আপনারা বাড়ি বসেই অর্ডার করতে পারেন বিয়ার, ওয়াইন, রাম এবং হুইস্কি। এছাড়াও অনেক রকমের শ্যাম্পেন, ব্র্যান্ডিও উপলব্ধ এই অ্যাপে।

বুজি: এই অ্যাপ মাত্র ১০ মিনিটের মধ্যে তাদের পরিষেবা প্রদানকারী এলাকায় মদ ডেলিভারি করে থাকে। এক কিলোমিটার পর্যন্ত অর্ডারে এই অ্যাপটি বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকে। দূরত্ব এবং অর্ডার মূল্যের উপর ভিত্তি করে এই অ্যাপটি তাদের ডেলিভারি চার্জ নিয়ে থাকে। বিবেকানন্দ বালিজেপল্লী বুজির (Booozie) সহ প্রতিষ্ঠাতা। বিবেকানন্দ বাবু বলেছেন, বর্তমানে এই অ্যাপ কলকাতার ৪৫ টি দোকানের সাথে যুক্ত। চার কিলোমিটার অন্তর একটি করে স্টোর রয়েছে।

wine home delivery 1024x576

স্পেন্সারস রিটেল : স্পেন্সারস রিটেল (Spencer’s online shopping) বেশ কয়েক বছর ধরে মদ বিক্রি করছে সেটা হয়তো অনেকেই জানেন না। এদের অ্যাপের সাহায্যে আপনি গ্রোসারী আইটেম ছাড়াও মদ অর্ডার করতে পারেন। আপনি যদি কলকাতার বাসিন্দা হন তাহলে খুব সহজেই এই অ্যাপের সাহায্যে মদ অর্ডার করতে পারেন।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর