ভোটের আবহে ১,২ টাকা নয়; কাঁড়ি কাঁড়ি অর্থ বাজেয়াপ্ত সারাদেশে! সঙ্গে মদও, শীর্ষে এই রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : ভারতে (India) সাত দফার মধ্যে চার দফার লোকসভা নির্বাচন পর্ব মিটে গেছে। বাকি রয়েছে এখনো তিন দফা। নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার জানিয়েছে, ভোট ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে বাজেয়াপ্ত হওয়া হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক, দামি ধাতু, উপঢৌকনের পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা।

জাতীয় নির্বাচন কমিশন মার্চ মাসের শুরুতেই লোকসভা নির্বাচনের ঘোষণা করে। তারপর থেকেই দেশ জুড়ে চলছে গোয়েন্দাদের অভিযান। জানা যাচ্ছে, হিসাব বহির্ভূত জিনিস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে গুজরাট। নির্বাচন কমিশন জানাচ্ছে, গত দু’মাসে গোটা দেশ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৮,৮৮৯ কোটি টাকার হিসাব-বহির্ভূত জিনিস।

   

আরোও পড়ুন : ডিপ ফ্রিজও ফেল! কারেন্ট ছাড়াই মিলবে বরফের মত ঠান্ডা পানীয় জল,বাজিমাত এই দেশি রেফ্রিজারেটরের

বাজেয়াপ্ত হওয়া জিনিসের মধ্যে ৪৫% ই মাদক। সূত্রের খবর, হিসাব বহির্ভূত বাজেয়াপ্ত করা মাদকের মূল্য প্রায় ৩,৯৫৮ কোটি টাকা। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছ ৮৪৯.১৫ কোটি নগদ টাকা, ৫.৩৯ কোটি লিটার মদ। যে পরিমাণ মদ বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় ৮১৪.৮৫ কোটি টাকা। এছাড়াও গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছেন ১২৬০.৩৩ কোটি টাকার দামি ধাতু, ২০০৬.৫৬ কোটি টাকার উপঢৌকন।

record liquor sale wb

বাজেয়াপ্ত হওয়া জিনিসের ক্ষেত্রে সব থেকে শীর্ষে অবস্থান করছে গুজরাট। মোদীর রাজ্যে ১,৪৬১.৭৩ কোটি টাকার হিসাব-বহির্ভূত মদ, মাদক, উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি বাজেয়াপ্ত করেছে গুজরাত এটিএস (সন্ত্রাসদমন শাখা), নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি), ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর