আগামী মাস থেকেই চড়া দামে বিকোবে মদ! পুজোর আবহে কত টাকা বেশি দিতে হবে? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : শেষ হল দুর্গোৎসব। আবার কিছুদিন পরই দেশ জুড়ে পালিত হবে দীপাবলি। এহেন উৎসবের মরশুমে খারাপ খবর সুরা প্রেমীদের জন্য। জানা যাচ্ছে দেশের এই শহর তথা রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। মহারাষ্ট্র জুড়ে মদের দাম বৃদ্ধি পেতে চলেছে আগামী ১লা নভেম্বর থেকে।

মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১লা নভেম্বর থেকে ক্লাব, লাউঞ্জ ও বারে মদ্যপানের উপর ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট চাপানোর। এর ফলে মোট ভ্যাটের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১০%। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের ফলে মুম্বাইয়ের ক্লাব, বারগুলিতে মদ্যপান করা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠল।

আরোও পড়ুন : ‘কেমিক্যাল রয়েছে’ বেহালার মণ্ডপ থেকে লুকিয়ে ফুচকা খেয়ে মাথায় হাত দর্শনার্থীদের! ক্লাবের ঘোষণায় উড়ল ঘুম

তবে দামের ক্ষেত্রে পরিবর্তন আসবে না নন- কাউন্টার সেলে। আগের দামই প্রযোজ্য থাকবে নন কাউন্টার সেলে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট আবার দাবি করেছে, মদের উপর ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে না ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলগুলোর ক্ষেত্রে। কারণ হিসেবে বলা হয়েছে এই জায়গাগুলিতে ইতিমধ্যেই ২০ শতাংশ ভ্যাট প্রদান করা হয়।

আরোও পড়ুন : সেরার সেরা তকমা! এ বছর রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন পুরস্কার ছিনিয়ে নিল এই ৪ ক্লাব

একদিকে যেমন মহারাষ্ট্র সরকার মদের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে, অপরদিকে মদের দাম হ্রাস পেয়েছে গোয়া, চণ্ডীগড় ও হরিয়ানার মতো শহরে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট দাবি করছে মহারাষ্ট্রে মদের দাম বৃদ্ধির ফলে ব্যয়বহুল অফ-প্রিমাইজ অপশনগুলো বেছে নিতে পারেন গ্রাহক। ছাদ, পার্ক, সমুদ্র সৈকতের মতো জায়গাগুলি রয়েছে এই অপশনের মধ্যে।

liquor shops

প্রসঙ্গত, ভ্যাট বৃদ্ধির আগে এ রাজ্যের সরকার বৃদ্ধি করেছিল লাইসেন্স ফি। এই বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে সুরা প্রেমীদের উপর। এরপর আবার ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের ফলে মদ্যপান করা আরও ব্যয়বহুল হয়ে উঠল গোটা মহারাষ্ট্র জুড়ে। দীপাবলীর আগে সরকারের এই সিদ্ধান্তে সুরা প্রেমীদের যে মন খারাপ হবে তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর