হায় হায়! একটানা ৫ দিন বন্ধ Liquor Shop! কপাল চাপড়াচ্ছেন সুরাপ্রেমীরা! আপনি জানেন তো?

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় দুশ্চিন্তার খবর সুরাপ্রেমীদের জন্য। প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ থাকতে চলেছে মদের দোকান (Liquor Shop)। উৎসবের মরশুমে সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় চটেছেন সুরা প্রেমীরা। সাময়িকভাবে ভারতের ৩টি শহরের নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি। সবমিলিয়ে একটানা পাঁচ দিন বন্ধ থাকতে চলেছে মদের বেচাকেনা।

৫ দিন তালা ঝুলবে মদের দোকানে (Liquor Shop)

মদ বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত ১৪ই সেপ্টেম্বর থেকে। ১৪ ই সেপ্টেম্বর থেকে ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত শহরের সব প্রান্তের মদের দোকান (Liquor Shop) বন্ধ রাখার ঘোষণা করেছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দ। রেস্তোরাঁ, ওয়াইন শপ, পাব এবং মাইসোর সেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের (MSIL) আউটলেটগুলিতে জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

Liquor Shop

বেঙ্গালুরুর পাশাপাশি দিল্লি ও পুনেতেও বন্ধ থাকছে মদের দোকান (Liquor Shop)। এমনকি দক্ষিণের শহর হায়দ্রাবাদেও সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মদ বিক্রিতে। হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদে সমস্ত মদের দোকান ও বারগুলি নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর। শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দ এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

আরোও পড়ুন : ‘করা যাবে না..,’ হাইকোর্টের রায় খারিজ! জনস্বার্থ মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

অন্যদিকে, ৭ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত পুনের কিছু কিছু অঞ্চলে মদ (Liquor) বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে পুনের ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের তরফ থেকে? মূলত গণেশ বিসর্জন উপলক্ষেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Liquor Shop

গণেশ চতুর্থী শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে। গত ১০ দিন ধরে গোটা দেশ গণেশ বন্দনায় বিভোর। দেশের প্রচুর জায়গায় গণেশ বিসর্জন ঘিরে থাকে উন্মাদনা। গণেশ বিসর্জনের শোভাযাত্রাও নজর কাড়ে অনেক জায়গার। শোভাযাত্রায় বিশৃঙ্খলা ও অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্যই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর