হায় হায়! উৎসবের মুখেই মূল্যবৃদ্ধি মদের, পুজোর ক’দিন বন্ধ Liquor Shop?শুনলে কিন্তু চমকে যাবেন!

বাংলাহান্ট ডেস্ক : সামনেই দুর্গাপুজো। মন্ডপে মন্ডপে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। যেকোনো উৎসব-পার্বণে সুরাপ্রেমীদের সুরা ছাড়া আনন্দ একেবারে মাটি হয়ে যায়। তবে পুজোর সময় একদিনও ড্রাই ডে থাকবে না বলেই জানিয়েছে রাজ্যের আবগারি দপ্তর। পুজোর আগে দাম বেড়েছে মদের। মদের দাম বৃদ্ধি নিয়ে কিছুটা হলেও মন খারাপ সুরা প্রেমীদের।

পুজোয় কদিন খোলা Liquor Shop?

এই আবহে অনেকের মনে প্রশ্ন ছিল পুজোয় কি ড্রাই ডে থাকতে চলেছে? তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের আবগারি দপ্তর জানিয়েছে, পুজোয় প্রত্যেকদিন খোলা থাকবে মদের দোকান (Liquor Shop)। অর্থাৎ দুর্গাপুজোয় একদিনও ড্রাই ডে হবে না বাংলায়। গত বছর দুর্গাপুজোয় রেকর্ড মাত্রায় লাভ করেছিল রাজ্যের আবগারি দপ্তর।

liquor shop west bengal

সুরা প্রেমীদের সৌজন্যে লক্ষী লাভ হয়েছিল রাজ্যের কোষাগারে। নিজেদের আয়ের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে তাই রাজ্যের আবগারি দপ্তর এবার অষ্টমীর দিনও মদের দোকান (Liquor Shop) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার গত বছর পুজোর পাঁচ দিনে প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছিল। আবগারি দপ্তর চাইছে গত বছরের রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি করতে।

আরোও পড়ুন : ‘ফল ভোগ করতেই হবে..,’ চরম ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি, এবার কি তবে গ্রেফতার?

রাজ্য সরকার (State Government) পুজোর আগেই দাম বাড়িয়েছে মদের। নুন্যতম ২০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে মদের (Liquor Price)। বিদেশ থেকে যে মদ আমদানি করা হয় সেই মদের দাম সবথেকে বেশি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত কার্যকরও করে ফেলেছে রাজ্যের আবগারি দপ্তর।

liquor puja

রাজ্য সরকার গত অর্থবর্ষে মদের থেকে  আয় করেছিল প্রায় ১৮ হাজার কোটি টাকারও বেশি। আবগারি দপ্তর চাইছে তাদের মুনাফা ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে যেতে। মুনাফা বৃদ্ধির জন্য তাই পুজোয় বিশেষ নজর দেওয়া হচ্ছে দপ্তরের পক্ষ থেকে। আশা করা হচ্ছে গত বছরের থেকেও এ বছর রাজ্যের কোষাগারে আরো বেশি অর্থ আসবে মদ বিক্রি করে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর