দুঃসংবাদ! বাংলায় টানা ৪৮ ঘন্টা খুলবে না মদের দোকান! কেন জারি হল নিষেধাজ্ঞা?

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আর এক দফা ভোট গ্রহণ বাকি রয়েছে। আগামীকাল অর্থাৎ ১লা জুন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হবে ভোট গ্রহণ। আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। লোকসভা নির্বাচনের জন্য দক্ষিণ ২৪ পরগনার মদের দোকানগুলি (Liquor Shop) বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে বন্ধ রয়েছে।

টানা ৪৮ ঘন্টা মদের দোকান বন্ধ থাকবে এখানে। পরপর দুদিন এভাবে মদের দোকান বন্ধ থাকায় বিষন্নতা গ্রাস করেছে সুরাপ্রেমীদের মনে। ভোট গ্রহণ উপলক্ষে মদ কেনা-বেচার উপর ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি রয়েছে। অপ্রীতিকার ঘটনা এড়ানোর জন্য নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত প্রতি ভোটেই নিয়ে থাকে।

   

আরোও পড়ুন : ১ কেজি সোনা পায়ুদ্বারে! হয়েছিল পাচারের ছক, কলকাতার বিমানসেবিকা ধৃত ভিনরাজ্যে

যে কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেই কেন্দ্রের ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ম অনুযায়ী মদের দোকানগুলি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে। একটি সরকারি সূত্র বলছে, গোটা রাজ্যজুড়ে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে ১০৪ কোটি টাকার মদ। অপরদিকে, প্রায় ৪৬ কোটি টাকার ড্রাগ বাজেয়াপ্ত করা হয়েছে।

liquor shop

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ‘ড্রাই ডে’ চালু হওয়ার পর মনে করা হচ্ছে বাজেয়াপ্ত হওয়া মদের পরিমাণ আরও বাড়তে পারে। তাই স্বাভাবিকভাবেই অনেকটাই হতাশ হয়ে পড়েছেন সুরাপ্রেমীরা। অনেকেই রয়েছেন যারা অবৈধভাবে মদ বিক্রি করেন। সেক্ষেত্রে এই ধরনের অবৈধ মদের কেনা-বেচা রুখতেও বদ্ধপরিকর প্রশাসন। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর