সুরাপ্রেমীদের জন্য সুখবর, আজই খুলছে মদের দোকান! কখন কিনতে পারবেন মদ জানাল প্রশাসন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে লকডাউন শুরু হতে না হতেই মদের দোকানের সামনে সূরা প্রেমীদের লাইন দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল প্রশাসন। একদিকে যখন কোভিডের শৃংখল ভাঙতে অর্থনীতির ভাঙ্গন সহ্য করেও লকডাউনের আশ্রয় নিতে হচ্ছিল সরকারকে, অন্যদিকে তখনই চরম অসচেতনতার ছবি মদের দোকানের সামনে। যার ফলে শেষ পর্যন্ত দুয়ারে সরকারের মত দুয়ারে মদ পাঠানোর কথাও ঘোষণা করেছিল রাজ্য সরকার। যাতে সূরা প্রেমীদের লাইন থেকে নতুন করে কোভিড না ছড়িয়ে পড়ে। রাজ্যের সংক্রমণ এখন কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০১৩৭ জন। যার জেরে সাধারণ দোকানপাটের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে রাজ্য সরকার। এখন সকাল বারোটা থেকে বিকেল তিনটে অবধি খোলা থাকবে দোকান গুলি।

wine 2

একই ছাড় দেওয়া হয়েছে মদের দোকান গুলির ক্ষেত্রেও। সরকার জানিয়েছে, আজ থেকে বারোটা থেকে তিনটে অবধি খোলা রাখা যাবে মদের দোকান গুলিও। তবে মদের দোকান গুলো খোলা রাখার অনুমতি মিললেও এখনো বার, পাব, রেস্টো-বারগুলি খোলার অনুমতি দেয়নি রাজ্য সরকার। জেলা প্রশাসনকেও জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে সমস্ত মদের দোকান খোলা রাখতে পারবেন বিক্রেতারা। ইতিমধ্যে শুল্ক দফতর থেকে চিঠিতে নিয়ম নিষেধও জানিয়ে দেওয়া হয়েছে।

লকডাউন শুরু হবার আগে মদের দোকানে ভিড় নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল সরকারকে। এখন আগামী দিনের ছবিটা কি দাঁড়ায় সে দিকেই নজর থাকবে সকলের। সাথে সাথে সিদ্ধান্ত অনেক বেশি তড়িঘড়ি নেওয়া হলো কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে


Abhirup Das

সম্পর্কিত খবর