বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে সুরাপ্রেমীদের অভাব নেই। অনেকেই রয়েছেন যারা বাড়িতে মদ মজুত (Liquor Stock) করে রাখেন। যারা নিয়মিত মদ্যপানে আসক্ত তারাই অধিকাংশ সময়ে বাড়িতে মদ স্টক করে রাখেন। আবার উৎসব-পার্বণের দিনে অনেকেই নিজের বাড়িতে মদের বোতলের স্টক করে রেখে দেন।
বাড়িতে মদ স্টক (Liquor Stock) রাখার নিয়ম
তবে গৃহস্থ বাড়িতে মদের বোতল রাখা নিয়ে রয়েছে সরকারি নিয়ম। যদি আপনি সরকারি নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত মদের বোতল বাড়িতে মজুত করে রাখেন, তাহলে বাড়িতে হানা দিতে পারে আবগারি দপ্তর (Excise Department)। মদ প্রেমীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এক দিকে যেমন সরকারের কোষাগার লাভবান হচ্ছে, ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শরীর।
অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তাই অতিরিক্ত পরিমাণ মদ্যপান করলে স্বাস্থ্যহানির সম্ভাবনাও থাকে। মদ্যপান আসক্তি শরীরে জন্ম দিতে পারে নানা ধরনের রোগের। তাই যতটা সম্ভব দূরে থাকা উচিত মদ্যপান থেকে। তবে অনেকেই রয়েছেন যারা মদের আসক্তি কিছুতেই কাটিয়ে উঠতে পারেন না। তাদের উচিত অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া।
আরোও পড়ুন : হয়ে যান সতর্ক! ATM থেকে টাকা তোলার নিয়মে ফের বড় পরিবর্তন, প্রভাবিত হবেন গ্রাহকেরা?
মদ্যপানের (Drinking) অভ্যাস ত্যাগ করার মতো ভালো জিনিস কিছুই হতে পারে না। তবে বাড়িতে মদ মজুত করে রাখা অনেকেরই অভ্যাস। বিশেষত যারা রুটিন মেনে প্রতিদিন মদ্যপান করেন তারা অতিরিক্ত মদের বোতল স্টক (Liquor Stock) করে রাখেন বাড়িতে। তবে অনেকেই হয়ত জানেন না মদের বোতল রাখার বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে আবগারি দপ্তরের।
সেই নিয়ম যদি না মানেন তাহলে হতে পারে শাস্তি।পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও ব্যক্তি একটি বাড়িতে ৭৫০ মিলির সর্বোচ্চ ৬টি মদের বোতল রাখতে পারেন। পাশাপাশি, বাড়িতে একসাথে সর্বোচ্চ ১৮টি বিয়ারের বোতল রাখা যেতে পারে। যদি এই সংখ্যা ছাপিয়ে যায় তাহলে সেটি আইনের চোখে অপরাধ। সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে আবগারি দপ্তর।