সুরাপানেই লক্ষ্মীলাভ! রাজ্যে বিক্রি হল ২২,০০০ কোটি টাকার মদ, বিয়ার বেচেও তৈরি হল নয়া রেকর্ড

বাংলা হান্ট ডেস্ক: যেকোনো উৎসবের আবহ কিংবা কোনো বিশেষ দিনে রাজ্যে (West Bengal) বিপুলহারে মদ (Liquor) বিক্রির ঘটনা আমরা ইতিমধ্যেই পরিলক্ষিত করেছি। প্রতিটি ক্ষেত্রেই কোটি কোটি টাকার মদ বিক্রি করে একের পর এক রেকর্ড তৈরি হয়। তবে, এবার সমস্ত পরিসংখ্যানকে পেছনে ফেলে মদ বিক্রিতে পশ্চিমবঙ্গে সর্বকালীন রেকর্ড তৈরি হল। ইতিমধ্যেই রাজ্য সরকারের তথ্য অনুযাযী জানা গিয়েছে, গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার রাজ্যে মদ বিক্রির পরিমান ছাড়িয়ে গিয়েছে ২০,০০০ কোটি টাকার গন্ডি। শুধু তাই নয়, গত অর্থবর্ষে বিয়ার বিক্রির পরিমানও একলাফে দ্বিগুণ হয়েছে। যার ওপর ভর করে ৪,০০০ কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে। এর আগে রাজ্যে বিয়ারের এহেন বিপুল বিক্রি আগে কখনও ঘটেনি।

এমতাবস্থায়, বিয়ার বিক্রির এই পরিসংখ্যানে হাসি ফুটেছে আবগারি কর্তাদের মুুখেও। উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবর্ষে ৪,০০০ কোটি টাকার বিয়ার বিক্রি হলেও ২০২১-২২ অর্থবর্ষে বিয়ার বিক্রির অঙ্ক ১,৭০০ থেকে ১,৮০০ কোটি টাকার মধ্যে ছিল। অর্থাৎ, এই বিক্রির হার দ্বিগুন হয়েছে। এর পাশাপাশি সার্বিকভাবে ২০২১-২২ অর্থবর্ষে মোট মদ বিক্রির নিরিখে বিয়ার বিক্রির হার ছিল ৯ শতাংশ। গত অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে ১৮ শতাংশে পৌঁছেছে।

এমতাবস্থায়, রেকর্ড পরিমানে মদ বিক্রির প্রসঙ্গে রাজ্যের আবগারি কর্তারা জানিয়েছেন, মানুষ যাতে চোলাই মদ বা বিষমদের দিকে আকৃষ্ট না হয়ে পড়েন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, দেশি মদের গুণগত মান বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। এদিকে, রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে আবগারি খাতে লাভের পরিমান ক্রমশ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে মদ বিক্রির মাধ্যমে লাভ হত ৩,৫৮৭ কোটি টাকা সেখানে, ২০২১-২২ অর্থবর্ষে ওই পরিমান চারগুণ বেড়েছে বলে জানা গিয়েছে।

liquor

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে এই পরিসংখ্যান ছিল ১৮,০০০ কোটি টাকা। সবমিলিয়ে আবগারি ক্ষেত্র থেকে ১৬,২৭২ কোটি টাকা লাভ হয়েছে রাজ্যের। এমতাবস্থায়, ২০২১-২২ অর্থবর্ষে এই লাভের পরিমান ছিল ১৩,৫৪৩ কোটি টাকা। অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে লাভের পরিমান বেড়েছে ২০ শতাংশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর