বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গেছে নির্বাচন দামামা! আর কিছুদিনের অপেক্ষা মাত্র। তারপরেই বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ জয়ের উদ্দেশ্যে আটঘাট বেশে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক। জোর কদমে চলছে প্রস্তুতি। অন্যদিকে এই আবহেই এদিন বড়সড় বাণ ছুড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পঞ্চায়েতের জন্য ৩৭ জনের তালিকা (Candidates List) চূড়ান্ত করল ঘাসফুল বাহিনী।
ভোটের নিঘন্ট এখনও ঘোষণা হয়নি ঠিকই, তবে তার আগেই বুধবার পঞ্চায়েত ভোট পূর্বে তারকা প্রচারকদের তালিকা সামনে আনল জোড়াফুল বাহিনী। তালিকার শীর্ষে রয়েছেন তৃণমূল সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর স্বাভাবিকভাবেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
অন্যদিকে স্টার ক্যাম্পেনারদের তালিকায় রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পীযূষ কান্তি বিশ্বাস। পাশাপাশি নাম রয়েছে সাংসদ মহুয়া মৈত্র, শশী পাঁজা, সমীর চক্রবর্তী, মানস রঞ্জন ভুঁইয়া, কাকলি ঘোষ দস্তিদার, মুনমুন সেন, সিদ্দিকুল্লা চৌধুরি, মৌসম বেনজির নুরের।
প্রসঙ্গত, বিগত কিছুমাস ধরে জোর ধাক্কায় শাসকদল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার সবেতেই জুড়েছে দলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি, সকলেই এখন জেলবন্দি। ভোট পূর্বে এই পরিস্থিতি যে কিছুটা হলেও শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, মমতার ‘অনুব্রত গড়’ বীরভূম সফরের দিনই পঞ্চায়েতের জন্য ৩৭ জনের তালিকা চূড়ান্ত করল শাসকদল।