অভিনেতাকে শেষ শ্রদ্ধা, রইল প্রয়াত ইরফান খানের সেরা ছবির তালিকা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে আরেক নক্ষত্রপতন। ইরফান খানের (Irrfan Khan) মৃত‍্যুর সঙ্গে সঙ্গে বলিউড হারাল এক অসাধারন অভিনেতাকে। মাত্র ৫৪ বছরেই চলে গেলেন ইরফান। পেছনে রেখে গেলেন পান সিং তোমার, দ‍্য লাঞ্চবক্স, লাইফ অফ পাইয়ের মতো কিছু অবিস্মরনীয় সৃষ্টি। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে রইল তাঁর জীবনের কিছু সেরা ছবি।

images 22 5
মকবুল- শেক্সপিয়ারের ম‍্যাকবেথ নাটকের ভারতীয় রূপায়ন বলা যায় এই ছবিকে। এই ক্রাইম ড্রামাতে তব্বুর বিপরীতে ইরফানের অসাধারন অভিনয় সকলের মনে গেঁথে রয়েছে এখনও।
দ‍্য নেমসেক- এমআইটি থেকে পাস করা এক ভারতীয়ের প্রবাসের সঙ্গে মানিয়ে নেওয়ার যে লড়াই তাই এই ছবির বিষয়বস্তু। ইরফানের বিপরীতে এই ছবিতেও ছিলেন তব্বু।

স্লামডগ মিলিওনেয়ার- ইরফানের কেরিয়ারে অন‍্যতম গুরুত্বপূর্ণ ছবি। পুলিস ইনস্পেক্টরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

লাইফ ইন আ মেট্রো- ২০০৭ সালে মুক্তি পায় এই ছবি। ছবিতে ইরফানের চরিত্রটি সবার নজর কেড়েছিল।

 

পান সিং তোমার- ইরফানের সেরা ছবিগুলির তালিকা করলে এই ছবিটি উল্লেখ না করলেই নয়। পদকজয়ী দৌড়বিদ পান সিং তোমারের জীবনকাহিনি নিয়ে তৈরি এই ছবি।

লাইফ অফ পাই- ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে নিজের অভিনয়ের সেরাটা দিয়েছিলেন ইরফান। প্রচুর পুরস্কারও জেতে এই ছবি।

images 27 5
দ‍্য লাঞ্চবক্স- ইরফান খান ও নিম্রত কউর এর এই ছবিটি সবপ্রেমীদের মনে চিরদিনের জন‍্য দাগ কেটে গিয়েছে। কান ফিল্ম ফেস্টিভ‍্যালে বিপুল প্রশংসিত হয়েছিল ছবিটি। ক্রিটিক উইক ভিউয়ারস চয়েস পুরস্কারও পেয়েছিল এই ছবি।

পিকু- এই ছবির কথা নতুন করে কিছুই বলার নেই। পার্শ্ব চরিত্রে থেকেও কিভাবে সবার মন কাড়তে হয় তা ইরফানই দেখিয়েছিলেন।

images 24 4
হিন্দি মিডিয়াম- ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি একটি কমেডি ড্রামা। সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন ইরফান।

করিব করিব সিঙ্গল- ২০১৭তেই মুক্তি পায় এই ছবি। এই ছবিতেও ইরফানের অসাধারন অভিনয় দাগ কেটেছিল সকলের মনে।

images 21 4
আংরেজি মিডিয়াম- ইরফান খানের শেষ ছবি এটাই। অসুস্থ অবস্থাতেও নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি এই ছবিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর