বাংলাহান্ট ডেস্ক : “তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে…,” ভারতের চন্দ্রযান ৩ এর যেন এটাই বীজ মন্ত্র হয়েছিল স্লিপ মোডে যাওয়ার পর থেকে। ইসরোর বিজ্ঞানীদের হাজার চেষ্টার পরেও ঘুম থেকে জাগানো গেল না চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) এবং রোভার প্রজ্ঞানকে(Rover Pragyan)।
তবে বিক্রম ও প্রজ্ঞান স্লিপ মোডে যাওয়ার আগেই শেষ করে ফেলেছিল তাদের কাজ। কিন্তু যদি আরও একবার বিক্রম ও প্রজ্ঞান অ্যাক্টিভ হয়ে কাজ শুরু করত তাহলে বাড়তি পাওনা হত ইসরোর জন্য। তবে আপনাদের জানিয়ে রাখি চন্দ্রযান ৩ কিন্তু প্রথম নয়, এর আগে আরও সাতটি এমন মহাকাশযান ছিল যারা চাঁদের মাটিতেই চির ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল।
আরোও পড়ুন : মাথার দাম ছিল ৩ লাখ! NIA-র হাতে গ্রেফতার ISIS জঙ্গি, বানচাল বড়সড় নাশকতার ছক
1. রাশিয়ার লুনা-৯ বিশ্বের প্রথম মহাকাশযান হিসাবে ১৯৬৬ সালে অবতরণ করে চাঁদের মাটিতে। লুনা-৯ চাঁদের মাটিতে অবতরণের পর পরীক্ষা-নিরীক্ষা চালায় বেশ কিছুদিন ধরে। এরপর যাবতীয় পরীক্ষার ফল সে পাঠায় পৃথিবীতে। কিন্তু নির্দিষ্ট সময়ের পর চাঁদের মাটিতেই চিরকালীন অবসর গ্রহণ করে রাশিয়ার এই মহাকাশযান।
2. সার্ভিয়ার ১ চাঁদের মাটিতে অবতরণ করে 1969 সালে। আমেরিকার পক্ষ থেকে পাঠানো এই মহাকাশযান চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালায় এবং তার যাবতীয় তথ্য সে পাঠিয়ে দেয় পৃথিবীতে। এই মহাকাশযানটিও নির্দিষ্ট সময়ের পর চাঁদের মাটিতে চিরঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
3. সোভিয়েত ইউনিয়নের লুনোখোড ১ ১৯৭০ সালে চাঁদের মাটিতে পৌঁছায়। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই মহাকাশযানটি ছিল প্রথম রোবোটিক যন্ত্র যা রিমোট দ্বারা নিয়ন্ত্রিত হত। ৩ চন্দ্র দিন কাজ করার ক্ষমতা ছিল লুনোখোড ১ এর। তবে এটি চাঁদের মাটিতে ১১ চন্দ্র দিন কাজ করেছিল। এরপর চাঁদের মাটিতে ১০.৫৪ কিলোমিটার ঘুরে বেড়ানোর পর এটি নিষ্ক্রিয় হয়ে যায়।
আরোও পড়ুন : কমছে সফরের সময়, পাল্টাচ্ছে ট্রেনের টাইমটেবিলও! বিপদ এড়াতে নজর রাখুন এই ৭০টি এক্সপ্রেসের সময়সূচিতে
4. ১৯৭৩ সালে সোভিয়েত ইউনিয়ন চাঁদে প্রেরণ করে লুনোখোড ২। চাঁদের মাটিতে কিছুদিন পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এটিও স্তব্ধ হয়ে যায় সেখানেই।
5. চীনের মহাকাশযান চ্যাংই ৩ মিশনের অংশ ছিল ইউটু রোভার। ২০১৩ সালে চালানো হয় এই মিশন। চাঁদের মাটিতে তথ্য সংগ্রহের পর এটিও চির ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
6. গতিজনিত সমস্যার কারণে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান ২ চাঁদের মাটিতে ল্যান্ডিং করতে অক্ষম হয়। এই দুর্ঘটনার পর সেখানেই থেকে যায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান।
7. ভারতের চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং এর আগেই ধ্বংস হয়ে যায় রাশিয়ার লুনা ২৫ । ধ্বংস হওয়ার পর চাঁদের মাটিতেই চিরঘুমে চলে যায় রাশিয়ার এই মহাকাশযান।