কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী! ব্রিটেনের আগে এই দেশগুলির সর্বোচ্চ পদে ছিলেন ভারতীয় বংশোদ্ভূতরা

বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম ঋষি সুনক (Rishi Sunak) ব্রিটিনের প্রথম অশ্বেতাঙ্গ এবং হিন্দু প্রধানমন্ত্রী হিসাবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন ঋষি। এই ঘটনায় বেশ গর্বিত ভারতীয়রা। আর হবে নাই বা কেন, ঋষির সঙ্গে যে পরতে পরতে জড়িয়ে রয়েছে ভারতীয়ত্ব। প্রথম তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা বাবা দুজনেই ছিলেন পাঞ্জাবের মানুষ। অপরদিকে ঋষি আবার ভারতের জামাইও বটে।

তবে ঋষিকে নিয়ে গর্ব করার আর একটি কারণ আছে বৈকি! যে ব্রিটিশরা প্রায় ১৯০ বছর আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল। সেই ব্রিটেনের সিংহাসনে এখন অপর এক ভারতীয় বংশোদ্ভূত। তবে ব্রিটেনই কী প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত রাজত্ব করবেন। তা কিন্তু নয়, বরং এর আগে অনেক রাষ্ট্রেই রাষ্ট্রপ্রধান হিসাবে উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূতদের মুখ। জেনে নেওয়া যাক সেই সমস্ত মানুষদের কথা।

১) পর্তুগাল – ১৯৭৮ সালে এই দেশের প্রধানমন্ত্রীর পদে বসেন আলফ্রেডো দ্যা কোস্টা। নাম শুনে মনে না হলেও ইনি কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত ছিলেন।

২) মালয়েশিয়া – ১৯৮১ এবং ২০১৮ দুবার প্রধানমন্ত্রী পদে বসেন মহাতির মহম্মদ। ইনিও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন।

৩) সিঙ্গাপুর – ১৯৮১ সালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত দেবন নায়ার।
এরপর ১৯৯৯ সালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হন এসআর নাথন। ইনিও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন।

৪) সূরীনাম – এই দেশ ভারতীয়দের আধিপত্য চলে বললে ভুল হবে না। ১৯৮২ সালে সূরীনামের রাষ্ট্রপতি হন ফ্রেড রামদত্ত মিসির। তার পরপরই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিয়াকৎ আলি বক্স। এই দুজনেই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। তার ৩ বছর অর্থাৎ ১৯৮৬ সালে সূরীনামের প্রধানমন্ত্রী পদে বসেন প্রীতম রাধাকৃষ্ণান। ইনিও ভারতীয় বংশোদ্ভূতই ছিলেন। এরপর ১৯৮৮ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন রামসেবক শংকর।

৫) ত্রিনিদাদ টোবাগো – ক্যারিবিয়ান সাগরের এই দ্বীপটিতে ২ বার ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান হয়েছেন। ১৯৮৭ সালে রাষ্ট্রপতি হন নূর হাসান আলি। এরপর, ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী পদে বসেন বাসদেব পাণ্ডে।

৬) গুয়ানা – এই দেশে মোট ৩ বার রাষ্ট্রপ্রধান হন কোনও ভারতীয়। ১৯৯২ সালে ছেদি জগন, ১৯৯৯ সালে ভারত জগদেব এবং ২০১১ সালে ডোনাল্ড রামোতার শাসন ক্ষমতা দখল করেছিলেন।

৭) ফিজি – সুন্দর এই দ্বীপরাষ্ট্রটির শাসন ক্ষমতার শীর্ষে বসেছিলেন এক ভারতীয়। ১৯৯৯ সালে এই দেশটির প্রধানমন্ত্রী হন মহেন্দ্র চৌধুরী।

৮) আয়ারল্যাণ্ড – ২০১৭ সালে ব্রিটেনের পড়শি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত লিও বরাডকর।

এই মুহুর্তেও বেশ কিছু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পদে বসে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা।

১) সিঙ্গাপুর – রাষ্ট্রপতি হালিমা ইয়কুব
২) পর্তুগাল – প্রধানমন্ত্রী এন্টোনিও কোস্টা
৩) মরিশাস – প্রধানমন্ত্রী প্রবীন্ধ জাগনাউথ
৪) মরিশাস – রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিংহ রূপুন
৫) সূরীনাম – রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ ওরফে চান সন্তোখী
৬) গুয়ানা – রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি
৭) সেশেল্স – রাষ্ট্রপতি বেবেল রামখেলাওয়ান
৮) আমেরিকা – উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস
৯) গুয়ানা – উপরাষ্ট্রপতি ভারত জগদেব


Avatar
Sudipto

সম্পর্কিত খবর