ছাব্বিশের ভোটের আগে বড় খবর! তৃণমূলের ‘এই’ পদে শীঘ্রই রদবদল! হয়ে গেল বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ আর বছরখানেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বাংলার মসনদ দখলের লড়াই! ছাব্বিশের বিধানসভা ভোটকে (WB Assembly Elections) পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি। এই আবহে সামনে আসছে বড় খবর! শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মেগা বৈঠক থেকেই রদবদলের ইঙ্গিত দেওয়া হল।

অভিষেকের (Abhishek Banerjee) মেগা বৈঠকেই বিরাট ইঙ্গিত!

তৃণমূলের অন্দরে রদবদল নিয়ে বিগত বেশ কিছু সময় ধরেই চর্চা চলছে। দলে রদবদল যে অনিবার্য, সেই সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল। তবে কবে সেই প্রক্রিয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এই আবহে অভিষেকের মেগা বৈঠকের পর সামনে আসছে নয়া আপডেট।

শনিবার তৃণমূলের (TMC) সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তৃণমূলের রাজ্যসভা, লোকসভার সাংসদ থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি সহ সম্পূর্ণ জেলা পরিষদকে থাকতে বলা হয়েছিল। সেই সঙ্গেই দলের সম্পূর্ণ রাজ্য কমিটি এবং পুরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরও থাকতে বলা হয়।

আরও পড়ুনঃ ভোটার তালিকায় ‘ভূত’ অতীত! তৃণমূল এবার যা পদক্ষেপ নিল… তোলপাড় বাংলা!

অভিষেকের (Abhishek Banerjee) এই মেগা বৈঠকের বহর দেখেই অনেকে অনুমান করেছিলেন, শুধুমাত্র ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে এই বৈঠক হবে না। সেই মতোই বৈঠক শেষে জানা যায়, শীঘ্রই তৃণমূলের জেলা সভাপতি পদে বদল আনা হবে। তবে সবাইকেই যে বদল করা হবে এমনটা নয়। পুরনো ও নতুন সভাপতিদের নাম একত্র করে এই তালিকা প্রকাশ করা হবে। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

TMC leader Abhishek Banerjee mega meeting today

জানা যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে অভিষেক স্পষ্ট বলেন, যে সকল জায়গায় দল দুর্বল সেখানে কড়া নজর দিতে হবে। এছাড়া সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কেবলমাত্র পারফরম্যান্স অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, প্রায় এক বছর পর নিজে থেকে এত বড় মাপের বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভূতুড়ে ভোটার থেকে শুরু করে ইলেকটোরাল রোল সুপারভাইজার পদ তৈরি, এদিন একাধিক ঘোষণা করেন তৃণমূল সেনাপতি। ছাব্বিশের ভোটের আগে তাঁর এই মেগা বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর