বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। আজ দুপুর আড়াইটের সময়ের সাংবাদিক সম্মেলন করে প্রকাশিত করা হয় এ বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা প্রকাশিত করেন মেধা তালিকা।
জানা গিয়েছে, ১,২৪,৯১৯ পরীক্ষার্থী এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এ বসার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। এরপর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন ৯৭,৫২৪ জন। এদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৬,৯১৪ জন। এবছর জয়েন্টে পাশের হার ৯৯.৪%। এদের মধ্যে ৭২ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে।
ডিপিএস রুবি পার্কের মহম্মদ সাহিল আখতার এই বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এই স্কুলেরই সোহম দাস রয়েছেন মেধা তালিকার দ্বিতীয় নম্বরে। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখার্জী দখল করেছেন তৃতীয় স্থান। এছাড়াও এক নজরে দেখে নিন কারা রয়েছেন প্রথম দশে-
প্রথম: মহম্মদ সাহিল আখতার, ডিপিএস রুবি পার্ক, কলকাতা।
দ্বিতীয়: সোহম দাস, ডিপিএস রুবি পার্ক,কলকাতা।
তৃতীয়: সারা মুখার্জী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
চতুর্থ: সৌহার্দ্য দণ্ডপাত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।
পঞ্চম: অয়ন গোস্বামী, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর।
ষষ্ঠ: অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণ স্কুল, সোদপুর, উত্তর ২৪ পরগনা।
সপ্তম: কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান।
অষ্টম: সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল।
নবম: রক্তিম কুন্ডু, দিশা ডেলফি পাব্লিক স্কুল, কোটা, রাজস্থান।
দশম: শ্রীরাজ চন্দ্র, হোলি এঞ্জেলস স্কুল, কাটোয়া, পূর্ব বর্ধমান