যেমন অভিনয় তেমন সুন্দর গানের গলা, ‘বং ক্রাশ’ আদৃতকে সমানে সমানে টক্কর দেবেন ‘টুকাইবাবু’ ঋত্বিক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সমালোচনা, বিতর্ক যতই হোক না কেন, কেউ অস্বীকার করতে পারবে না যে এই মুহূর্তে টেলিপাড়ার ক্রাশ হলেন আদৃত রায় (Adrit Roy)। ‘মিঠাই’ এর উচ্ছেবাবু যে কী বাঁধনে বেঁধেছেন দর্শকদের, মহিলা মহল ‘সিডি বয়’ বলতে পাগল! অভিনয় বলুন কী গান, সবেতে তিনি একশোয় একশো।

তবে উচ্ছেবাবুর পাশাপাশি আরেকজনের কথা না বললেই নয়। তিনি ‘টুকাইবাবু’। অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখোপাধ‍্যায় (Writwik Mukherjee)। জি বাংলার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) এর নায়ক তিনি। ঊর্মির টুকাইবাবুর ফ‍্যান ফলোয়িংও দেখার মতো। বেশ অ্যাংরি ইয়ং ম‍্যান লুক হলেও টুকাই ওরফে সাত‍্যকি চরিত্রটির একাধিক স্তর রয়েছে।


সিরিয়ালের গল্প অনুযায়ী, অনেক কম বয়স থেকেই একান্নবর্তী পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সাত‍্যকি। ছেলেমানুষ ঊর্মিকেও সঠিক শিক্ষা দিয়ে একজন পরিণত মানুষ তৈরি করেছে সে। অত‍্যন্ত সৎ, দায়িত্ববান চরিত্রটি প্রথম থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

আর ঋত্বিকও খুব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলছেন সাত‍্যকি চরিত্রটি। তবে দর্শকরা এতদিন ঋত্বিকের অভিনেতা রূপটির সঙ্গেই পরিচিত ছিলেন। তিনি যে দারুন গানও গান তা কি কেউ জানতেন? সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গান গাইতে শোনা গিয়েছে ঋত্বিককে।


এই পথ যদি না শেষ হয় এর টাইটেল ট্র‍্যাকটিই গেয়েছেন তিনি। ভিডিওটি গত বছরের। এই পথ যদি না শেষ হয় এর বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এর সঙ্গে অভিনেত্রী শ্রুতি দাস ঘুরতে গিয়েছিলেন দীঘা। যাওয়ার পথেই শুট করা হয়েছে ভিডিওটি।

https://www.instagram.com/reel/CTt4yp5B-OX/?igshid=YmMyMTA2M2Y=

নতুন করে ভাইরাল হয়েছে এই ভিডিও। আর প্রিয় টুকাইবাবুর কণ্ঠে আরো প্রিয় গানটা শুনে আপ্লুত নেটনাগরিকরা‌। জানিয়ে রাখি, সিরিয়ালের টাইটেল ট্র‍্যাকটি আসলে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী এবং অঙ্কিতা সরকার।

সম্পর্কিত খবর

X