বাংলাহান্ট ডেস্ক : গান শুনতে কে না ভালোবাসে! আমাদের প্রত্যেকটা মানুষেরই গান ছাড়া একটা দিন ভাবাও যায় না। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনায় ঘটে যা সমাজের স্বাভাবিক সমীকরণকে বদলে দিতে পারে। ঠিক যেমনটা হয়েছে ৫৫ বছরের ফারুকের সাথে। তার বাড়িতে প্রতিদিনই ভেসে আসতো এক সুরেলা কণ্ঠস্বর।”মেরে সামনেওয়ালি খিরকি মে..” গান শুনে মুগ্ধ হয়ে যেতেন ফারুক। কিছুদিন পর তিনি লক্ষ্য করেন এই গানের সুর ভেসে আসছে তার পড়শির বাড়ি থেকে।
এরপর কৌতূহলবশত সেই গানের সুরের টানে গিয়ে পৌঁছালেন পড়শির বাড়ির দরজায়। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখেন গান গাইছেন ১৮ বছর বয়সী এক তরুণী। এই তরুণীর নাম মুসকান। এরপর থেকেই ফারুকের ঘন ঘন যাতায়াত শুরু হয় মুসকানের বাড়িতে। বাড়িতে ঘন ঘন ফারুকের আগমন দেখে মুসকান গান ধরেন,”না মিলো হামসে জাদা…”
মুসকানের এই গানের পরও কিন্তু যাতায়াত বন্ধ করেননি ফারুক। ক্রমে সবার অলক্ষে মুসকান ও ফারুকের মধ্যে গড়ে ওঠে একটি প্রেমের সম্পর্ক। ফারুকের ক্রমাগত বাড়িতে যাতায়াতে সন্দেহ হয় মুসকানের পরিবারের লোকেদের। ফারুককে তারা চেপে ধরতেই জানতে পারেন আসল ঘটনা। প্রথমে কিছুটা বিলম্ব করলেও পরে ফারুক শিকার করেন যে তিনি মুসকানের প্রেমে পড়েছেন। বছর পঞ্চান্নর ফারুক বিয়ে করতে চান আঠারো বছর বয়সী তরুণী মুসকানকে।
দুজনের বয়সের ব্যবধানের জন্য মুসকানের বাড়ির লোক এই বিয়েতে মত দেয়নি। এরপর মুস্কানের বাড়ির লোকের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। ফারুক জানিয়েছেন, তাদের এই বিয়েতে অনেকেরই আপত্তি আছে। আমাদের ভালোবাসার জন্য যদি প্রাণও দিতে হয় তার জন্যও আমরা তৈরি।