বাংলাহান্ট ডেস্কঃ আচমকাই মেলার মধ্যে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। মেলায় বিভিন্ন দোকান ঘুরেও দেখলেন। এবং শেষে মালার একটি দোকান থেকে কিনে খেলেন ‘লিট্টি-চোখা’ (Litti chokha) ও ‘কুলহাড় চা’ (Kulhad Chai) । সম্প্রতি দিল্লীর (Delhi) ‘হুনার হাট’ নামে এক মেলায় ঘটে এই ঘটনাটি। মূলত হস্তশিল্পীদের হাতের কাজ দেখানোর উদ্দ্যেশেই আয়োজিত এই মেলা।
দিল্লিতে বুধবার ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে হঠাৎই সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নকভিকে (Mukhtar Abbas Naqvi) নিয়ে তিনি দিল্লীর পথে নেমে পড়েন। কেউই এই বিষয় সম্বন্ধে অবগত ছিলেন না। প্রধানমন্ত্রীর এই আচরণে আবাক হয়ে যান সকলে। সেখানে কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের আয়োজনে এক শিল্পী মেলার আয়োজন করা হয়েছিল। ‘হুনার হাট’ মেলায় প্রবেশ করে তিনি শিল্পীদের কাজ ঘরে ঘরে দেখতে থাকেন।
আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে এই শিল্পী মেলা। ভারতের হারিয়ে যাওয়া ঐতিহ্যশালী শিল্পগুলিকে পুনরুজ্জীবিত করার উদ্দ্যেশেই এই মেলার আয়োজন করা হয়। এবারের এই মেলার বিসয়বস্তু হল ‘কৌশল কো কাম’। এই হাটে অংশ নিচ্ছেন সারা ভারতের দক্ষ কারিগর, শিল্পী এবং রন্ধনশিল্পীরা সকলে। এই শিল্পীদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি মহিলা আছেন।
এরপর প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আসেন মেলার ‘বাবর্চিখানা’ বিভাগে নিয়ে যান। যেটা দেশের বিভিন্ন ঐতিহ্যশালী খাবারের পদ দিয়ে তৈরি। সেখানের একটি দোকান থেকে তিনি ১২০টাকা দিয়ে প্রথমে ‘লিট্টি-চোখা’ কিনে খান। এই ‘লিট্টি-চোখা’ বিহার (Bihar), ঝাড়খণ্ড ( Jharkhand) ও উত্তরপ্রদেশের ( Uttar Pradesh) পূর্বাংশ অঞ্চলের অতি জনপ্রিয় একটি খাবার। এরপর নরেন্দ্র মোদী এবং মুখতার আব্বাস নকভি ৪০ টাকা দিয়ে দুকাপ ‘কুলহাড়’-চা কিনে দুজনে খান।