কেন আচমকাই KKR শিবির ছেড়ে বাংলাদেশে পালিয়েছেন লিটন দাস? প্রকাশ্যে এলো কারণ

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল অকশনে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাকে দলে নেওয়ার পর বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছিল। লিটন দাস (Liton Das) নিজেই অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন মিলিয়ন ডলার লিগে কলকাতার মতো সফল ফ্র‍্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়ে। ভক্তদের বলেছিলেন মিষ্টি দই প্রস্তুত রাখতে। কিন্তু তার আইপিএল (IPL 2023) যাত্রাটা খুব একটা সুখের হলো না। মাত্র ২০ দিনের মধ্যেই আইপিএল ছেড়ে দেশে পালালেন লিটন।

একদম শুরু থেকে আইপিএলে যোগ দিতে পারেননি বাংলাদেশ তারকা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে টেস্ট ম্যাচ খেলায় ব্যস্ত ছিলেন তিনি। যখন কলকাতায় এসেছিলেন তখন দলে নিয়মিত খেলে চলেছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। আগ্রাসী ব্যাটিং করে একটি অর্ধশতরানও করেছিলেন তিনি। ফলে দলে সুযোগ পেতে লিটন দাসকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে।

এরপর গুরবাজ কিছু ম্যাচে পরপর ব্যর্থ হওয়ায় লিটন দাসের কাছে সুযোগ এসেছিল কেকেআর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ পেয়ে মাত্র চার বলে চার রান করে আউট হোন তিনি। এরপর উইকেট রক্ষক হিসেবেও দুটি সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

liton das

ফলস্বরূপ পরের ম্যাচ থেকেই বসিয়ে দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় প্রাথমিকভাবে লকি ফার্গুসন এবং পরে ডেভিড উইসেকে সুযোগ দিয়েছে কেকেআর। এই নিয়ে লিটন ব্যক্তিগতভাবে কি চিন্তাভাবনা করছেন তা অবশ্য কেউ জানতে পারেনি। তবে পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে আপাতত বাংলাদেশে ফিরে গিয়েছেন এই তারকা ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা লিটনের সঙ্গে হওয়া ব্যবহার নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং কেকেআরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মাত্র একটি ম্যাচে ব্যর্থ হওয়ায় কি করে তাকে পরের ম্যাচেই বাদ দিয়ে দেওয়া হল এই যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনিতে লিটন গোটা আইপিএল দলের সাথে থাকতে পারতো না। তার মধ্যে এত কম সুযোগ পাওয়ায় বাংলাদেশের অনেকেই বেশ মনঃক্ষুন্ন হয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর