চমকে দিলেন লিটন দাস, KKR-এর নতুন সদস্য পেছনে ফেললেন বিরাট কোহলিকে!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক অতীতে টেস্ট ফরম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম একেবারেই আশাপ্রদ নয়। ইংল্যান্ডের (England Cricket Team) মাটিতে এবং সদ্যসমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে (Bangladesh Cricket Team) টেস্ট সিরিজের তিনি একেবারেই নিজের ছন্দ বজায় রেখে পারফরম্যান্স করতে পারেননি। তার ফল দেখা গিয়েছে আইসিসি দ্বারা সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় (ICC Test Rankings)। বিরাট কোহলি দুই ধাপ নেমে এখন ১৪-তে রয়েছেন সেই তালিকায়।

বাংলাদেশের বিরুদ্ধে গোটা সিরিজে দুটি টেস্ট ম্যাচের চারটি ইনিংস মিলিয়ে মাত্র ৪৫ রান করেছিলেন তিনি। অপরদিকে বাংলাদেশকে প্রায় জয়ের দোরগোড়ায় এনে দেওয়া লিটন দাস (Liton Das) কোহলিকে টপকে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন। দুই ধাপ এগিয়ে এইমুহূর্তে ক্রমতালিকায় ১২ তম স্থানে রয়েছেন তিনি।

   

liton test

ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়া মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) এবং তৃতীয় স্থানটি রয়েছে অস্ট্রেলিয়ার তারকার টেস্ট ব্যাটার স্টিভ স্মিথের (Steve Smith) দখলে। বোলারদের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। নিজের কেরিয়ারের সায়াহ্নে পৌঁছানো ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (James Anderson) কামিন্সের পরেই দ্বিতীয় স্থানটি নিজের দখলে রেখেছেন।

বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই শীর্ষ ১০-এ রয়েছেন কেবলমাত্র দুইজন করে ভারতীয়। বোলারদের ক্ষেত্রে ক্রমতালিকার ৪ এবং ৫ নম্বর স্থানটি দখল করে রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং রবি অশ্বিন (Ravi Ashwin)। ব্যাটারদের ক্ষেত্রে ৬ এবং ৯ নম্বর স্থানটি নিজেদের দখলে রেখেছেন ভারতীয় উইকেট রক্ষক রিশভ পন্থ এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে অলরাউন্ড এর তালিকায় শীর্ষস্থান দুটি দখলে রেখেছেন দুই ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান এবং ৯০ রানের একটি ইনিংস খেললেও চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) তিন ধাপ নেমে আপাতত রয়েছেন ১৯ নম্বরে। অভাবনীয় উন্নতি করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টেস্ট ক্রমতালিকায় দশ ধাপ উঠে আপাতত ১৬ নম্বর স্থানে রয়েছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর