গরুর মাংস কই? জামাই ষষ্ঠীর ছবি পোস্ট করে মৌলবাদীদের আক্রমণের শিকার লিটন!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লিটন দাস (Liton Das) এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটের সেরা তারকাদের মধ্যে একজন। শুধুমাত্র বাংলাদেশেই নয় ভারতের মাটিতেও তার ভক্ত সংখ্যা প্রচুর। যদিও আইপিএলে (IPL 2020) কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলতে এসে প্রথমবারের অভিজ্ঞতাটা তার খুব একটা ভালো হয়নি। এই নিয়ে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাক বিতণ্ডা হলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রায় একার হাতে হারিয়ে দেওয়ার চেষ্টা করা লিটনের প্রতি শ্রদ্ধা কমে যায়নি কারোর।

গতকাল বাংলাদেশের অনেক জামাইয়ের মতোই লিটন দাসও নিজের শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে গিয়েছিলেন। বাকি জামাইরা যেমন নিজেদের বউয়ের বাড়িতে আপ্যায়ন পেয়ে থাকেন তেমনি লিটনের আপ্যায়নেও ছিল না কোন খামতি। তার শাশুড়ি মা তাকে পাত পেড়ে খাইয়েছেন। লিটনের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, সেই গুলিতে ও দেখা গিয়েছে যে তিনি কত খুশি মনে রয়েছেন।

liton menu

লিটনের এই একাধিক খাবারের উপকরণ সাজিয়ে তার সামনে বসে থাকার ছবি পোস্ট করেছে তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে তাকে জানানো হয়েছে জামাই ষষ্ঠীর শুভেচ্ছাও। তার সামনে সাজানো অতগুলি পদ দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন বিভিন্ন দেশের সেই সব মানুষরা যারা আগে জামাই ষষ্ঠীর সম্পর্কে জানতেন না।

তবে লিটন দাসকে কিছু মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে। এর আগে বাংলাদেশের জাতীয় দলের হয়ে যখন খুব একটা ভালো ছন্দে ছিলেন না লিটন, তখনও অন্য ধর্মের মানুষদের দ্বারা তাকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছিল। কিন্তু জামাইষষ্ঠীর দিনও যে তাকে একই রকম আক্রমণের শিকার হতে হবে এটা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি লিটন।

ওই মৌলবাদীদের মধ্যে অনেকের বক্তব্যই মোটামুটি এক ছিল। তাদের অনেকেই লিটন দাসকে ব্যঙ্গ করে দুর্ভাগ্যবান বলে মন্তব্য করেন কারণ তিনি গরুর মাংসের স্বাদ আস্বাদন করতে পারছেন না। আবার অনেকে প্রশ্ন করেন যে লিটন দাস যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা জানতেন যে সেই সম্প্রদায়ের শুধু নিরামিষ খায়, কিন্তু পাতে মাংস থাকা সত্ত্বেও গরুর মাংস কেন নেই সেই নিয়ে তারা ব্যঙ্গ করেছেন বাংলাদেশের ক্রিকেটারকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর