‘আমি কলকাতার রসগোল্লা’, দেবশ্রীর জনপ্রিয় গানে তুমুল নাচ একরত্তির, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।


এখন টিকটকের জমানায় সাধারন মানুষ থেকে তারকা সকলেই টিকটক ভক্ত। প্রায় প্রতিদিনই ভাইরাল হয় কোনও না কোনও ভিডিও। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।
সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যেখানে দেখা গিয়েছে জনপ্রিয় বাংলা গান ‘আমি কলকাতার রসগোল্লা’র সুরে নাচছে এক খুদে। সুন্দর করে সেজেগুজে, মাথায় ফুল লাগিয়ে বাড়ির ছাদে নাচছে সে। একরত্তির মিষ্টি অঙ্গভঙ্গি দেখে মন গলে গিয়েছে সবারই।

এই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন দেবশ্রীর এই জনপ্রিয় গান ফের একবার মনে করিয়ে দিয়েছে এই পুঁচকে।

সম্পর্কিত খবর

X