মুখে আধো আধো বুলি, এই বয়সেই লতা মঙ্গেশকরের গান গাইছে খুদে! ভাইরাল মিষ্টি ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য এক বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশ। সকলকে কাঁদিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকর (lata mangeshkar)। সরস্বতী পুজোর পরদিনই বিদায় নিয়েছেন ভারতের জীবন্ত সরস্বতী। লতা মঙ্গেশকরের প্রয়াণের পর থেকেই ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। তারকা থেকে নেটিজেনরা সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে ভিডিও শেয়ার করছেন।

এমনি একটি ভিডিও নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে এক খুদেকে লতার কণ্ঠে অত‍্যন্ত জনপ্রিয় ‘লগ যা গলে’ গানটি গাইতে শোনা যাচ্ছে। আধো আধো কথায় বেশ সুর দিয়েই গান গাইছে ছোট্ট মেয়েটি। সোশ‍্যাল মিডিয়ায় বেশ কয়েক মাস আগে ভিডিওটি পোস্ট করা হলেও এখন আবারো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

IMG 20220207 142717
খুদের মিষ্টি গলায় গান শুনে আপ্লুত নেটনাগরিকরা। এমনি ম‍্যাজিক ছিল লতা মঙ্গেশকরের। আট থেকে আশি, সবাইকে মুগ্ধ করার ক্ষমতা ছিল তাঁর। লতার গান জীবনে কখনো গাননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। এত ছোট্ট মেয়েও সুরসম্রাজ্ঞীর গান গাইছে, ব‍্যাপারটা নেটিজেনদের মুগ্ধ করেছে।

লতা মঙ্গেশকরের পরিবারেই সংষ্কৃতির চর্চা ছিল। তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই নাটক ও গানের সঙ্গে পরিচিত হন লতা। গায়িকার প্রথম সঙ্গীত গুরু তাঁরই দিদিমা। লোকগানের হাত ধরে সঙ্গীত শিক্ষা শুরু করেছিলেন তিনি। তাঁর যখন ১৩ বছর বয়স তখনি তাঁর বাবা মারা যান।

সেই বয়সেই রোজগার শুরু করেন লতা মঙ্গেশকর। যখন তিনি প্রথম রোজগার করেন তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। ২৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন তিনি। ছোট ছোট ভাই বোনেদের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এমনকি সংসার সামলানোর জন‍্য সারা জীবন অবিবাহিত থেকে গিয়েছিলেন লতা মঙ্গেশকর।


Niranjana Nag

সম্পর্কিত খবর