LiVE FANi ফণীর রঙ্গ ফেসবুক জুড়ে

বাংলা হান্ট ডেস্ক:আবহাওয়া দফতর ও নিউজ মিডিয়া গুলিতে ঘূর্ণিঝড় ‘ফণী’র খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। বিভিন্ন রকম প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে ফেসবুক ওয়াল।

কেউ কেউ বলছেন,’ উন্নয়নকে তছনছ করে দিতে এই ‘ফণী’ হতে পারে বিরোধীদের চক্রান্ত।
গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তালিকা প্রকাশ করা হলে অনেকে আবার বলেছেন,’ফণী এসে কোলকাতা বিশ্ববিদ্যালয় কে উড়িয়ে নিয়ে গেলে ভালো হয়’।
আবার অনেকে বলছেন,’ফণী পুরী অতিক্রম করে বিশ্ব বাংলা গেট দিয়ে যখন ঢুকবে তখন ফণী একে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি ঝাপিয়ে পড়বেন বাঘিনীর মত।’
অনেকে আবার বলছেন,’নিরাপদ স্থানে থেকে খুব সহজেই ট্রল মিম এগুলো করা যায় কিন্তু একবার ভেবে দেখুন তো যারা বাইরে রয়েছে যে প্রাণী গুলো বাইরে রয়েছে তাদের এই মুহূর্তে ঠিক কি অবস্থা’
অনেকে আবার এই ফণীকে মোকাবিলা করার জন্য উপযুক্ত সতর্ক বার্তা দিচ্ছেন নেটিজেনদের।
অনেকে আবার বলছেন,’ভোট আসছে বলেই কি এতটা তৎপর হয়ে উঠেছে প্রশাসন?’

1e38a screenshot 20190503 125721

অনেকে আবার বলছেন,’ নিজের ভালো পাগলেও বোঝে,জনে জনে সতর্ক করতে হবে না শুধু নিজে সতর্ক থাকুন।’

সম্পর্কিত খবর