সঞ্জয় কাপড়ী পূর্ব মেদিনীপুর:- ফনী তাণ্ডবে নাজেহাল মানুষ। পুরীর গোপাল নগর থেকে 80 কিলোমিটার দূরে অবস্থান করছেন ফনী। যে কোন মুহূর্তে আছে রে পড়বে গোপালনগর পুরীতে। পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সন্ধির মধ্যেই ফনী তাণ্ডব শুরু করবে এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ পর্যাপ্ত এনফর্সমেন্ট আধিকারিকরা এসেছে। পর্যাপ্ত দুর্ঘটনা মোকাবেলা বাহিনীর রয়েছে।
হলদিয়াতে চারটি দুর্ঘটনা মোকাবেলা করার জন্য জাহাজ হয়েছে যার সাজে দুর্ঘটনা খবর এলাকায় পৌঁছে যাবে বাহিনী। বায়ুসেনা হাই এলার্ট রয়েছে যে কোন মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে। পূর্ব মেদিনীপুর জেলার শাসক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আজ সকাল থেকে সমুদ্র উপকূল এলাকার বাসিন্দারা প্রায় 4 হাজার 370 টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ জানিয়েছেন সব রকম ভাবে প্রস্তুত দুর্ঘটনা মোকাবেলার টিম।
সাবধানে থাকুন অপরকে সাবধানে রাখুন। যে কোনো দুর্ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানান। পুলিশ প্রশাসন অতি তৎপরতার সাথে আপনাদের সাহায্য করবে। ফনী তাণ্ডবে ফনা তুলেছে বঙ্গোপসাগর। আজ সকাল থেকে দিঘার সমস্ত হোটেল থেকে পর্যটক খালি করে দিয়েছে প্রায় শুনশান দীঘা পর্যটন কেন্দ্র। প্রায় 200টি ট্রেন বাতিল করেছে হাওড়া, পুরী, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, ট্রেন চলাচল প্রায় বন্ধ।
বেশ কিছু ট্রেন ঘুরপথে আসছি। নবান্ন থেকে গণ পশ্চিমবঙ্গর উপর নজরদারি রাখছে আধিকারিকরা। ফনী কে নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ।