Live update: ইতিমধ্যেই সেন্ট্রাল অ্যভিনিউ তে বিজেপির মিষ্টি বিতরণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ভোট গণনার শেষ হতে না হতেই ইতিমধ্যে হুঙ্কার গেরুয়া বাহিনীর। কার্যত সেন্ট্রাল অ্যাভিনিউ এর বিভিন্ন সরকারি, বেসরকারি বাস বা বাইক চালক কে জোড় করে খাওয়ানো হচ্ছে মিষ্টি।

এই ঘটনার জেড়ে বিজেপি রাজ্য সংসদের সামনে এক বিজেপি কর্মীকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন-” এ আমাদের বাঁধভাঙা উচ্ছাস। টিএমসিপি, বামেদের গুন্ডামি ভেঙে এখনও পর্যন্ত আমরা ১৫টা আসনে জিতেছি। এ আনন্দ চলতেই থাকবে”।

X