Live Update: জিতবো জানি, ভয় করছে একটু ,বললেন তৃনমূল প্রার্থী মুনমুন সেন

বাংলা hunt ডেস্ক : সকাল ৯:৩০ টা পেরোত না পেরোতেই তৃনমূল কংগ্রেসের মুনমুন সেনের তূলনায় ৩৪৪৮ ভোটে এগিয়ে গেছে বাবুল সুপ্রিয়।
bc712 img 20190523 wa0047
২০১৪ এর ভোটে বাঁকুড়ায় বাম প্রার্থী কে বিরাট ভোটে হারিয়ে রাজনৈতিক আঙিনায় ” জায়ান্ট কিলার ” হয়ে উঠেছিলেন মুনমুন।কিন্তু এইবারের পরিস্থিতি খানিকটা আলাদা।জেতার বিষয়ে নিঃশ্চিত থাকলেও , জানিয়েছেন একটু টেনশন কাজ করছে তার মধ্যে।

সম্পর্কিত খবর