লাল কৃষ্ণ আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওনার বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা তথা রাম মন্দির রথ যাত্রার প্রবর্তক লাল কৃষ্ণ আদবানির (Lal Krishna Advani) আজ ৯৪ তম জন্মদিন। আজকের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ট্যুইট করে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য ওনার বাড়িতে পর্যন্ত গিয়েছে। পাশাপশি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাও আজ ওনার বাড়িতে যান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কৃষ্ণ আদবানির জন্মদিনে ট্যুইট করে লেখেন, ‘আদবানি জি’র জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাই। আমি ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের কামনা করি। জনগণকে সশক্ত করতে এবং আমাদের সাংস্কৃতিক গৌরব বৃদ্ধির দিক নির্দেশনায় প্রচেষ্টার জন্য দেশ ওনার প্রতি ঋণী থাকবে।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবছরই আদবানির জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানান। গতবছর ২০২০ সালেও প্রধানমন্ত্রী ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওনার বাড়ি গিয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী ওনার পা ছুঁয়ে আশীর্বাদও নিয়েছিলেন। সেই সময় অমিত শাহ এবং জেপি নাড্ডাও ওনার সঙ্গে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও লাল কৃষ্ণ আদবানিকে ওনার জন্মদিনে শুভেচ্ছা জানান। নিজের ট্যুইটে অমিত শাহ লেখেন, ‘নিজের অবিরাম সংগ্রামের মাধ্যমে BJP-এর চিন্তাধারার মানুষের কাছে পৌঁছে দিয়ে সংগঠনকে অখিল ভারতীয় স্বরূপ প্রদানে গুরুত্বপূর্ণ যোগদানকারী শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজিকে জন্মদিনের শুভকামনা জানাই। আপনি সর্বদা সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু হোন, আমি ঈশ্বরের কাছে এই কামনাই করছি।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর