বাংলা হান্ট ডেস্ক: এবার শিয়ালদহ ডিভিশনেও এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে পূর্ব রেল। এমনকি, ইতিমধ্যেই সেই প্রস্তাব জানিয়ে রেল বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ। গত শুক্রবারই এই খবর জানা গিয়েছে রেল সূত্রে। পাশাপাশি, ওই চিঠিতে বোর্ডের কাছে প্রস্তাব করা হয়েছে যে, অন্তত একটি লোকাল এসি রেক শিয়ালদহ ডিভিশনে চালু করা হোক।
যদিও, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এখনও ওই চিঠির পরিপ্রেক্ষিতে রেল বোর্ডের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। যার ফলে স্বাভাবিকভাবেই ওই কাঙ্খিত এসি রেক শিয়ালদহে নির্দিষ্টভাবে কবে এসে পৌঁছবে তা এখনও স্পষ্ট হয়নি।
জানা গিয়েছে, ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ ওই চিঠিতে পরীক্ষামূলক ভাবে এসি রেকটি শিয়ালদহ ডিভিশনে চালানোর প্রসঙ্গ উপস্থাপিত করেছিলেন। আর এই কারণেই দেওয়া হয় চিঠি। পাশাপাশি, রেল সূত্রে জানানো হয়েছে, মূলত, মধ্য এবং পশ্চিম রেলে লোকাল ট্রেনে এসি রেকের চাহিদা প্রবলভাবে পরিলক্ষিত হয়। আর সেই বিপুল চাহিদা মিটিয়ে অন্য রেলকে লোকাল ট্রেনের জন্য এসি রেক দেওয়ার তেমন কোনো চল নেই।
সংশয় প্রকাশ যাত্রীদের:
এমতাবস্থায়, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের জন্য এসি রেক চালু করার প্রসঙ্গে সংশয় প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। মূলত, ওই রুটের ট্রেনগুলিতে যে ভয়াবহ ভিড় হয় সেই কারণ দেখিয়েই তাঁরা জানিয়েছেন লোকাল ট্রেনে এসি রেকের দরজা বন্ধ হওয়া সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। আর তাতেই ব্যাহত হতে পারে পরিষেবা।